অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে খুবই লোভনীয় এবং লাভজনক একটি পেশা হিসেবে দাঁড়িয়েছে । অনেকেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে ঝুকে পড়ছে । কিন্তু কিছু বিশেষ নিয়ম না জানার কারণে এফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্বেই অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে । আমাজন অ্যাসোসিয়েট একাউন্টের কিছু পলিসি আপনাদের মাঝে আজকের আর্টিকেল শেয়ার করব । যেই পলিসি গুলো না মানার কারণে অনেক আফিলিয়েট একাউন্ট ব্যান হয়ে যায় বা টারমিনেট হয়ে যায় ।
01: নিজস্ব অ্যাফিলিয়েট লিংক ব্যবহার
Table of Contents
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরুর দিকে অনেকেই সঠিকভাবে নির্দিষ্ট সময় সেল পায়না । যার কারণে অনেকেই তার রিলেটিভ বা বন্ধুবান্ধব দেরকে দিয়ে নিজের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে প্রোডাক্ট ক্রয় করে থাকে । অ্যামাজনের পলিসিতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ আর এই কাজটি করলে আপনার একাউন্টে ব্যান হবে |
02: ম্যাসেজিং প্লাটফর্মে লিংক শেয়ার করা
নতুন অবস্থায় অনেকে না বুঝে বিভিন্ন মেসেজিং সোশ্যাল প্লাটফর্মে অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে থাকেন যেটা অ্যামাজনের পলিসির খেলাফ । কোন ম্যাসেজিং সোশ্যাল প্লাটফর্মে আপনার অ্যাফিলিয়েট লিংকটি শেয়ার করতে পারবেন না | কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করাতে কোন বাধা নেই । এডভান্স মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ধরনের ট্রাফিক গুলো খুবই নিম্নমানের হয় । Affiliate সাইটে কোয়ালিটিফুল ট্রাফিক খুবই জরুরী |
03: লিংক ক্লক
লিংক ক্লক বা লিংক শর্টেনার এর নাম আমরা সবাই শুনেছি । নতুন অবস্থায় অনেকেই চালাকি করে লিংক শর্ট করে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক প্রমোট করে অ্যামাজনের পলিসি যা সম্পূর্ণ নিষিদ্ধ । কখনোই লিংক ক্লক করে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রমোট করা যাবে না | (Example: bitly.com,,za.gl).
04: মাল্টিপল অ্যাফিলিয়েট একাউন্ট
চালাকি করে নতুন অবস্থায় অনেকেই মনে করে 180 দিনের ভিতরে সেল না পেলে সমস্যা নেই আমি আরো দু তিনটা একাউন্ট ক্রিয়েট করে রাখি । মনে রাখবেন অ্যামাজন মাল্টিপল একাউন্ট যদি বুঝতে পারে আপনার আইপি এড্রেস থেকে তৈরী করা হয়েছে সে ক্ষেত্রে আপনাকে ব্যান করে দেওয়া হবে ।
05: অ্যামাজন ডাটা কপি
অ্যামাজনের নিশ সাইট তৈরি করার অভিজ্ঞতা না থাকায় অনেকেই অ্যামাজনের ডাটা হুবহু কপি করে নিজের ওয়েবসাইটে ব্যবহার করে যেমন প্রডাক্ট টাইটেল, প্রোডাক্টের ইমেজ, প্রডাক্ট ড্রেস্ক্রিপশন , ইত্যাদি । কোন প্রোডাক্টের ডাটা হুবহু কপি করলে অ্যামাজন আপনার একাউন্ট ব্যান করে দিবে ।
06: ইন্সেন্টিভ প্রদান করা
অ্যামাজনের কোন নির্দিষ্ট পণ্য বিক্রয়ের জন্য আপনার সাইটে যদি আপনি ইন্সেন্টিভ প্রদান করেন সেক্ষেত্রে আপনার একাউন্ট ব্যান করে দেওয়া হবে । কারণ এটি স্পষ্ট ভাবে আমাজনের পলিসি খেলাফ । আমাজনের নির্দিষ্ট কোনো পণ্য বিক্রয়ের জন্য কোন প্রকার ইন্সেন্টিভ প্রদান করতে পারবেন না ।
07: আন অথরাইজ ট্রাফিক সোর্স
অতি দ্রুত অর্থ উপার্জনের জন্য অনেক নতুন এফিলিয়েট মার্কেটার রা বিভিন্ন ওয়েবসাইট থেকে ট্রাফিক নিয়ে থাকে । যেমন পণ সাইট ,ডেটিং সাইট ,যেগুলো অ্যামাজনের পলিসিতে সম্পূর্ণ বিরোধী । আপনি এমন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়েছেন লিংক নিয়েছেন সেই ওয়েবসাইটটি যদি কোন ইলিগ্যাল কাজের সাথে জড়িত থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে ।
08: ডাইরেক্টলি পেইড প্রমোশন
অ্যামাজনের কোন অ্যাফিলিয়েট লিংক আপনি ডিরেক্টলি প্রমোশন করতে পারবেন না । ডিরেক্টলি অনেক সোশ্যাল মিডিয়াতে পেইড প্রমোশন করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিংক ব্যবহার করুন । যেমন ফেসবুক টুইটার ইন্টারেস্ট ইনস্টাগ্রাম আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইট এর লিঙ্ক ব্যবহার করতে হবে ।
09: অ্যামাজনের ট্রেডমার্ক ব্যবহার
অ্যামাজনের ট্রেডমার্ক ব্যবহার করা বলতে অ্যামাজনের লোগো, অ্যামাজনের নাম, অ্যামাজনে ডোমেইনে, ইত্যাদি কে বুঝানো হয়েছে । অ্যামাজনের লোগো সম্বলিত কোন লোগো ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় অ্যামাজনের নাম রয়েছে এই রকম কোন ডোমেইন নেম আপনি ব্যবহার করতে পারবেন না ।
10: প্রোডাক্ট প্রাইস ফিক্সড করা
অ্যামাজন API Key পাওয়ার পূর্বে অনেকেই একটি ভুল করে কোন নির্দিষ্ট পণ্যের প্রোডাক্টের প্রাইস নির্দিষ্ট করে লেখা । ধরা যাক আপনি কোন ল্যাপটপের মূল্য 200 ডলার আপনার ওয়েবসাইটে লিখে রাখলেন কিন্তু কোন ইউজার যখন অ্যামাজনে গেল তখন দেখতে পেলো ল্যাপটপটির দাম 250 ডলার এক্ষেত্রে ইউজারকে বিভ্রান্ত করার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে । মনে রাখবেন API Key ব্যবহার করে কোন প্রোডাক্ট এর মূল্য লেখা হলে সেটা অটোমেটিক আপডেট হতে থাকে | কিন্তু অ্যামাজনের নতুন যারা কাজ করে 90 দিনের মধ্যে তিনটা সেল না পেলে API KEY দেওয়া হয়না | তাই সে ক্ষেত্রে আমি পরামর্শ দেব প্রাইস বা পণ্যের মূল্য লেখার কোন প্রয়োজন নেই ।
11: প্রাইভেসি পলিসি পেজ না থাকা
কোন ওয়েবসাইটের যদি প্রাইভেসি পলিসি পেজ গুগলের সাথে সাথে আপডেট না হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি অ্যামাজন একাউন্ট ব্যান করে দিতে পারে । তাই অলওয়েজ প্রাইভেসি পলিসি পেজটি গুগলের পলিসি সাথে যেন আপনার ওয়েব সাইটটি আপডেট থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে ।
12: পর্ন বা জুয়ার সাইট
কোন পর্ন বা জুয়ার সাইট থেকে আপনার আফিলিয়েট প্রডাক্ট প্রমোশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে |
13: ওয়েবসাইট অন্তর্ভুক্ত না করা
ওয়েবসাইট অ্যামাজনের ড্যাশবোর্ডে অন্তর্ভুক্ত করে না । এক্ষেত্রে আপনি সেল পেতে শুরু করবেন কিন্তু আপনার ড্যাশবোর্ডে কোন কমিশন যোগ হবে না এবং যেই সাইটটি থেকে আপনার সেল আসবে অ্যামাজন লিংক ব্যান করে দেবে ।
14: ১৮০ দিনের ভিতরে সেল না পাওয়া
অ্যামাজনের পলিসির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ১৮০ দিনের ভিতরে ৩ টি সেল না পাওয়া । কোন নতুন অ্যাফিলিয়েট মার্কেটার যদি 90 দিনের মধ্যে অ্যামাজনের কোন প্রোডাক্ট সেল করতে না পারে সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট করে দেওয়া হবে ।
15: ই-বুকস ও ইমেইল মার্কেটিং
ডিজিটাল প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আমরা সব সময় খুব বেশি লক্ষ্য করে থাকি ইবুক এবং ইমেইল মার্কেটিং । কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট এর ক্ষেত্রে আপনি কখনোই ইমেইল মার্কেটিং ব্যবহার করতে পারবেন না ।
16: সাইটে ডিসক্লেইমার না থাক
আপনি আমাজন এফিলিয়েট লিংক আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন এ বিষয়ে ডিসক্লেইমার ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক । যদি আপনার ওয়েবসাইটে ডিসক্লেইমার দেখা না যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেওয়া হবে ।
17: প্রোডাক্ট ইমেজ
অ্যামাজনের ইমেজ ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন না । আপনি যদি সরাসরি আমাজনের ইমেজ ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের রিসাইজ করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একাউন্টি টার্মিনেশন হবে ।
Amazon Affiliate Rules – Mistakes Will Get You Banned
অ্যামাজন অ্যাফিলিয়েট একাউন্ট ব্যান হওয়ার টারমিনেট হওয়ার জন্য উপরোক্ত বিষয়গুলো সবচাইতে বেশি পরিলক্ষিত হয় । আশা করছি আপনি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট তৈরি করবেন । আজকে এই পর্যন্তই অবশ্যই এই বিষয়গুলো শেয়ার করবেন তাহলে অনেকেই তাদের অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে রক্ষা করতে পারবে ।