best wordpress themes
best wordpress themes

সেরা 10 টি ওয়ার্ডপ্রেস থিম

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাকে অবশ্যই থিম ওয়ার্ডপ্রেস আপলোড বা ইনস্টল করতে হয় । আপনি ফ্রি থিম এবং পেইড থিম দুইটাই ব্যবহার করতে পারবেন । আপনি যদি একটি ভালো মানের বাজেট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেন সেক্ষেত্রে পেইড থিম নিয়ে কাজ করতে পারেন । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য নতুন অবস্থায় আমি আপনাদেরকে রিকমেন্ড করব কোন পেইড থিম ব্যবহার না করার জন্য । তবে আমি মনে করি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা নতুন কাজ শুরু করছেন আপনার ওয়েবসাইটের কনটেন্ট এবং SEO জন্য সবচাইতে বেশি বাজেট রাখবেন । কারণ আমি এরকম অনেক এফিলিয়েট মার্কেটারদের চিনি যারা ফ্রি থিম নিয়ে সাইট বিল্ড করে 500 থেকে 1 হাজার ডলার ইনকাম করছে ।

Best Amazon Affiliate WordPress Themes :

01: Schema Lite (live Preview)

Schema-Lite-wordpress-theme
Schema-Lite-wordpress-theme

ওয়াডপ্রেস আফিলিয়েট ওয়েবসাইট ডিজাইন যত পরিচ্ছন্ন এবং সহজ ইউজার ফ্রেন্ডলি হয় ততই এসইও জন্য ভালো । সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন নিয়ে এই তিনটি ব্যবহার করতে পারেন অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য ।Schema Lite এই থিম 7 হাজারেরও বেশি অ্যাক্টিভ ইনস্টল ওয়াডপ্রেস ইউজার রয়েছে । সহজ ইন্টারফেস এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন ।

02: SocialMe (Free and paid)

social-me-wordpress-theme
social-me-wordpress-theme

সোশ্যাল মি MyThemeShop আরেকটি জনপ্রিয় থিম । থিমটি নতুন ব্যবহারকারীদের জন্য ফ্রি এবং পেইড দুইটা ভার্সন রয়েছে । ফ্রি ভার্সনে আপনি মাত্র একটি সিঙ্গেল ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন আর পেইড ভার্সন এ গেলে আপনি নতুন অনেক ফিচার পাবেন পাশাপাশি মাল্টিপল ওয়েবসাইট ব্যবহারের সুযোগ রয়েছে । এই থিমের উল্লেখযোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে স্বচ্ছ এবং বিউটিফুল ডিজাইন, চারটি হোম পেজের ডিজাইন, লেআউট অথর বক্স, 16 টি পাওয়ারফুল উইজেট ,সোশ্যাল মিডিয়া বাটন, মোবাইল রেস্পন্সিভ, প্যারালাক্স স্ক্রলিং, এফেক্ট আনলিমিটেড কালার অপশন, লোডিং ইমেজ ফেসিলিটি, সুপার ফাস্ট ইত্যাদি |

03: Magazine (DEMO)

Magazine-wordpress-theme
Magazine-wordpress-theme

ম্যাগাজিন আরেকটি জনপ্রিয় এফিলিয়েট থিম । এই থিমের মধ্যে আপনি পাবেন ফুলি রেস্পন্সিভ লেআউট, খুব দ্রুত লোডিং স্প্রিট, চারটি হোম পেজের লেআউট ডিজাইন, বিউটিফুল রিলেটেড আর্টিকেল , এডসেন্স ভালো হবে, এছাড়া 590 ফ্রন্ট রয়েছে , যেগুলো খুবই আকর্ষণীয় ব্রেডকাম পাবেন, মেগা মেনু ,এছাড়া বিভিন্ন ধরনের কালার ইউজ করা যাবে ,আনলিমিটেড সাবস্ক্রাইবার ইউজ করতে পারবেন, আনলিমিটেড ভার্সন রয়েছে, 630 ফ্রন্ট রয়েছে, দশটা পাওয়ারফুল উইজেট রয়েছে ,এবং যেকোনো ধরনের কান্ট্রি ল্যাংগুয়েজে ট্রান্সলেট করার জন্য রেডি, এক কথায় অসাধারণ এই থিমটি ।

04: Schema (Free and Paid)

Schema-wordpress-theme-paid
Schema-wordpress-theme-paid

বরাবরের মতই my theme shop থিম গুলি আমার কাছে খুবই পছন্দের তাই সবচাইতে বেশি মাই থিম শপ গুলো রিকমেন্ড করছি । তুমি তো কিছু ফিচার পাবেন ফ্রি থিমটিতে তবে খুবই অসাধারণ সাইট স্পিড এবং সাইটের ইন স্ট্রাকচার । যদি আপনার বাজেট এলাও করে সে ক্ষেত্রে পেইড আসনটি ইউজ করেন এটি অসম্ভব সুন্দর একটি থিম রেস্পন্সিভ আমাজন মার্কেটিংয়ের জন্য খুবই রিকমেন্ডেড । সারা বিশ্বের বহু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটাররা এই তিনটি ব্যবহার করে তাদের অ্যাফিলিয়েট সাইট রেডি করছে ।

05: NewsPaper (paid)

newspaper-wordpress-theme
newspaper-wordpress-theme

TagDiv থিম মানেই অসাধারণ কিছু । আমি নিজেও TagDiv কোম্পানি থিম ব্যবহার করি । আপনার বাজেট যদি মিড রেঞ্জের হয় সে ক্ষেত্রে এই থিম আমি রিকমেন্ড করব আমার দেখা সবচাইতে চমৎকার একটি থিম । সাধারণত ব্লগিং এবং নিউজ রিলেটেড পোর্টাল এর জন্য এই তিনটি বেশি ব্যবহৃত হয় তবে বর্তমানে অনেক এফিলিয়েট সাইট তৈরি করা হচ্ছে থিম দিয়ে । আপনি যদি এই থিমটি কিনতে চান তাহলে আপনাকে themeforest থেকে এই theme টি কিনতে হবে ।

06: Newsmag (paid)

newsmag-wordpress-theme
newsmag-wordpress-theme

আমাদের ওয়েবসাইটটিতে বর্তমানে আপনার যে আর্টিকেলটি দেখছেন এটি এই থিম দিয়েই ডিজাইন করা । সুতরাং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি নিঃসন্দেহে এটি একটি ভালো থিম । কম বাজেটের মধ্যে যারা ভালো মানের থিম খুঁজছেন তাদেরকে আমি বলব এই থিম নেওয়ার জন্য মোবাইল রেসপন্সিভ এবং বিভিন্ন ডিজাইনের লেআউট রয়েছে এছাড়া আপনাকে পেজ বিল্ডার দেওয়া হবে যা খুবই উপকারী ।

07: Astra (free and Paid)

Astra-wordpress-theme
Astra-wordpress-theme

এক কথায় অসাধারন একটি থিম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন । তবে কিছু লিমিটেড ফিচার নিয়ে । আর যদি আপনি পেইড ব্যবহার করেন তাহলে খুব ভাল কিছু ফিচার ইউজ করতে পারবেন এই থিমটিতে । বর্তমানের অনেক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার এই Astra ব্যবহার করছে । সুতরাং আপনি নিঃসন্দেহে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করার জন্য Astra থিম টি ব্যবহার করতে পারেন ।

08: GeneratePress (Paid)

generatepress-wordpress-theme
generatepress-wordpress-theme

মোবাইল রেস্পন্সিভ এবং ভালো স্পিড যারা খুঁজছেন তাদের জন্য এই generatepress একটি আদর্শ থিম । এই থিমটিতে আপনারা বিভিন্ন ফিচার পাবেন তার মধ্যে সিকিউর এবং স্ট্যাবল ডিজাইন পাবেন, টপ স্পিড প্রোভাইড করে ,সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এবং অ্যাক্সেসিবিলিটি রেডি সব মিলিয়ে খুব ভালো একটি থিম ।

09: Thrive Architect (paid)

Thrivearchitect-wordpress-theme
Thrivearchitect-wordpress-theme

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যদি অল ইন অল কোন থিম থেকে থাকে তাহলে আমি বলব Thrive Architect । ল্যান্ডিং পেজ হতে শুরু করে প্রোডাক্ট ফিচার, প্রস অন্ড কন্স, এছাড়া কাস্টমাইজেশন ,বিভিন্ন প্রোডাক্ট টেবিল, ইত্যাদি তৈরিতে Thrive Architect কোন তুলনা হয় না । দাম তুলনামূলকভাবে বেশি হলেও একটি মেয়ে সবকিছু পেতে চাইলে এই তিনটি কিনার জন্য আমি পরামর্শ দিব ।

10: Avada Theme (paid)

Avada-responsive-multipurpose-theme
Avada-responsive-multipurpose-theme

মাল্টিপারপাস ইউজের জন্য যদি কোন থিম খোঁজেন তাহলে এই থিমটি কিনতে পারেন । এই তিনটি একই সাথে ব্লগিং এফিলিয়েট মার্কেটিং যে কোন সেক্টরের ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন । এ পর্যন্ত এই 586,981 বার সেল হয়েছে থিমফরেস্ট । সুতরাং বুঝতেই পারছেন তালিকায় 10 নম্বরে থাকলেও নিঃসন্দেহে এটি একটি ভালো থিম ।

গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ :

০১: EBL Aqua Prepaid MasterCard মাস্টার কার্ড কিভাবে পাবেন
০২: স্বাধীন মাষ্টারকার্ড কি ভাবে সহজে নেওয়া যায়
০৩: কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন
০৪: নিস সাইটের জন্য কিভাবে কীওয়ার্ড খুঁজে বের করবেন
০৫: KGR (Keyword Golden Ratio কি?
০৬: কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন

উপরোক্ত 10 টি থিম এর যে কোন একটি বেছে নিতে পারেন আপনার নিশ ওয়েবসাইট বা এফিলিয়েট সাইট তৈরি করার জন্য ।

যদি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন । আর আপনার যদি মনে হয় এই তালিকায় কোন থিম থাকা উচিত তা আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ।

Leave a Reply