সেরা 10 টি ওয়ার্ডপ্রেস থিম
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাকে অবশ্যই থিম ওয়ার্ডপ্রেস আপলোড বা ইনস্টল করতে হয় । আপনি ফ্রি থিম এবং পেইড থিম দুইটাই ব্যবহার করতে পারবেন । আপনি যদি একটি ভালো মানের বাজেট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেন সেক্ষেত্রে পেইড থিম নিয়ে কাজ করতে পারেন । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য নতুন অবস্থায় আমি আপনাদেরকে রিকমেন্ড করব কোন পেইড থিম ব্যবহার না করার জন্য । তবে আমি মনে করি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা নতুন কাজ শুরু করছেন আপনার ওয়েবসাইটের কনটেন্ট এবং SEO জন্য সবচাইতে বেশি বাজেট রাখবেন । কারণ আমি এরকম অনেক এফিলিয়েট মার্কেটারদের চিনি যারা ফ্রি থিম নিয়ে সাইট বিল্ড করে 500 থেকে 1 হাজার ডলার ইনকাম করছে ।