what is search engine
what is search engine

সার্চ ইঞ্জিন কি | পৃথিবীর সেরা 10 টি সার্চ ইঞ্জিন

আমরা যখন কোন তথ্য সম্পর্কে জানার জন্য কোন ব্রাউজারে কোন কিছু লিখে সার্চ করি তাকেই সার্চ ইঞ্জিন বলে । যেহেতু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ টু জেড স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্সড সব কিছু শেখার চেষ্টা করব তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা দিব । এসইওর বেসিক ভিডিওতে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আরো বিস্তারিত কিছু বড় বড় সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার চেষ্টা করব |

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য প্রদান করে। গুগল বা কোন সার্চ ইঞ্জিনে যখন কোনো ব্যক্তি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে SEO বিভিন্ন ফ্যাক্টর্স এর উপরে ডিপেন্ড করে সার্চ ইঞ্জিন তাকে সর্বোচ্চ ভালো তথ্যটি প্রদান করে ।

পৃথিবীর সেরা 10 টি সার্চ ইঞ্জিন :

01: Google

Larry Page গুগলের মালিক এবং সহ-প্রতিষ্ঠাতা | সুন্দর পিচাই গুগলের CEO | বিশ্ব যত সার্চ ইঞ্জিন রয়েছে তার ভিতরে গুগোল সবচাইতে বেশি জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত । সারা বিশ্বের প্রায় 149 টি ভাষায় গুগল সার্চ ইঞ্জিন গুগল ওয়েব সার্চ ব্যবহৃত হয় । সুতরাং আপনি যেই দেশে বসবাস করুন না কেন গুগোল আপনার জন্য আপনার ভাষায় ব্যবহার করার সুযোগ দিচ্ছে । গুগলের 92.62 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে এবং প্রতিদিন 5.46 Billion গুগোল ওয়েব সার্চ ইঞ্জিন | এটি তৈরি করা হয়েছে Python, C, C++ ইত্যাদি প্রোগ্রামিং ভাষা দিয়ে । গুগল সার্চ ইঞ্জিনের ইনকাম সোর্স হচ্ছে গুগল AdWords | এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে বর্তমানে 23 বছর ধরে এই সার্চ ইঞ্জিনটি ব্যবহৃত হচ্ছে | গ্রাহকদের সুবিধার জন্য গুগল 188,620 এক্সটেনশন গুগোল স্টরে রেখেছে যেগুলো আপনার সুবিধা মত ব্যবহার করতে পারবেন।

02: Bing

Microsoft.com একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Bing । মাইক্রোসফ্টের ওয়েব ব্রাউজারে বিং হ’ল ডিফল্ট সার্চ ইঞ্জিন। 2009 সালে এই সার্চ ইঞ্জিনটি প্রতিষ্ঠিত হয় এবং সূচনাকাল থেকেই গুগোল এর মতোই বিভিন্ন পরিষেবা প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে | যদিও Bings Search ইঞ্জিন গুগলের মতো এতো গ্রাহক নেই | তারপরও তারা Google অ্যাডভার্টাইজমেন্ট মতো Bings ads এর মাধ্যমে গুগলের মতো রেভিনিউ জেনারেট করে ।

03: Yahoo

এটি অবস্থিত Sunnyvale, California, United States । ইয়াহু এবং বিং গুগলের সাথে একে অপরের সাথে প্রতিযোগিতা করে। netmarketshare.com-এ সাম্প্রতিক একটি প্রতিবেদন জানায় যে ইয়াহুর বাজারে 7.68 শতাংশ রয়েছে। 1994 সালের ইয়াহু সার্চ ইঞ্জিন এর যাত্রা শুরু হয় প্রথমে এটি ডিরেক্টরী সাবমিশন ওয়েবসাইট থাকে পরবর্তীতে এটি সার্চইঞ্জিনে রূপান্তরিত হয় | ইয়াহুর প্রতিষ্ঠাতা হলো Jerry Yang, David Filo । বর্তমানে ইয়াহুতে 8600 লোক কাজ করছে ।

04: Baidu

Baidu চীনের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন | এটি 2000 এর জানুয়ারীতে চীনা উদ্যোক্তা, এরিক শু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানি CEO হলো Robin Li | এই ওয়েব অনুসন্ধানটি ওয়েবসাইট, অডিও ফাইল এবং চিত্রগুলির ফলাফল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি মানচিত্র, সংবাদ, মেঘ এবং আরও অনেক কিছু সহ কিছু অন্যান্য পরিষেবাদি সরবরাহ করে। Baidu প্রথম চীনা সার্চ ইঞ্জিন যা এই জাতীয় লাইসেন্স পেয়েছে।

05: AOL

AOL শীর্ষ সার্চ ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম Search Engines এটি। এর বাজার দর ০.০৫ শতাংশ। ভেরিজোন কমিউনিকেশন AOL কে ৪.৪ বিলিয়ন ডলারে কিনেছে। এটি 1983 সালে কন্ট্রোল ভিডিও কর্পোরেশন হিসাবে চালু করা হয়েছিল। আসলে AOL নিউইয়র্ক ভিত্তিক একটি বিশ্বব্যাপী গণমাধ্যম সংস্থা। AOL বিজ্ঞাপন সেবাও প্রদান করে থাকে।

06: Ask.com

Ask.com এই সার্চ ইঞ্জিনটি আগে “Ask Jeeves” নামে পরিচিত ছিল। এর অনুসন্ধান ফলাফলগুলি ওয়েব ফরম্যাট এর উত্তর দেওয়ার উপর ভিত্তি করে দেওয়া হয়। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন | এই সার্চ ইঞ্জিনের যখন আপনার কোন প্রশ্নের উত্তর থাকে না তখন তৃতীয় কোন সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে আপনার সে প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করে যে আমার কাছে খুবই ভালো লেগেছে |

07: Excite

অধিকাংশই “এক্সাইট” নামক একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানেন না। এক্সাইট একটি অনলাইন পরিষেবা পোর্টাল। এটি ইমেল, সার্চ ইঞ্জিন, খবর, তাত্ক্ষণিক বার্তা এবং আবহাওয়ার আপডেটগুলির মতো ইন্টারনেট সেবা সরবরাহ করে। এটি ১৯৯৫ সালে চালু করা হয়েছিল।

08: DuckDuckGo

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার জন্য পরিচিত একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন এটি। এটি সহজ এবং পরিষ্কার ইউজার ইন্টারফেস প্রদান করে। তারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা শেয়ার করে না। আপনি যদি আপনার গোপনীয়তা নিয়ে সত্যিই সচেতন হন, আপনি DuckDuckGo একটিবার চেষ্টা করে দেখতে পারেন। এই সার্চ ইঞ্জিন এ অনুসন্ধান এর সময় কোন বিজ্ঞাপন থাকে না। এটি ২০০৮ সালে গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর রাজস্ব Yahoo- Bing জোট সার্চ নেটওয়ার্ক এবং এফিলিয়েটস থেকে আসে |

09: WolframAlpha

এটা ২০০৯ সালে গণিত উপর ভিত্তি করে চালু হয়। সার্চ ইঞ্জিনটি ১৫ মিলিয়ন লাইনের “Wolfram Language” দ্বারা লিখিত হয়েছে। বাস্তবিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এটি বহিরাগতভাবে “অনুকরণযুক্ত তথ্য” ব্যবহার করে। এটি বিভিন্ন বিষয়ের উত্তর দিতে পারে। গণিত, তারিখ ও সময়, মানুষ ও ইতিহাস, রসায়ন, সঙ্গীত, শিক্ষা, আবহাওয়া এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর অন্তর্ভুক্ত।

10: Yandex

রাশিয়ায় সবচেয়ে ব্যবহৃত সার্চ ইঞ্জিন এটি। আসলে এটি একটি রাশিয়ান ইন্টারনেট কোম্পানি। এটি ১৯৯৭ সালে চালু করা হয়েছিল। ইউক্রেন, কাজাখাস্তান, বেলারুশ এবং তুরস্কের মধ্যেও এটি একটি চমৎকার সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করেছে।

READ MORE ARTICLE:

01: অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর পলিসি গুলো কি
02: কিভাবে কিলার SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন
03: অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল কিভাবে লিখবেন
04: Best Amazon Affiliate WordPress Themes

উপরোক্ত সার্চ ইঞ্জিনগুলো ছাড়াও আরো অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো লোকাল কাজের জন্য বা কান্ট্রি ভিত্তিক ব্যবহার করা হয়ে থাকে |

Leave a Reply