Google Penguin update
Google Penguin update

গুগল পেঙ্গুইনের হিট বা আপডেট

Google Penguin অফিশিয়াল Release Date: April 24, 2012 । গুগোল পান্ডার পরপরই Google Penguin এই আপডেটটি আসে । 2012 থেকে 2016 পর্যন্ত এটি কোন Core Algorithm ছিল না এটি ছিল না । এটি ছিল গুগলের একটি ফিল্টার । এই সময়ের মধ্যে এই ফিল্টার টি 10 বার আপডেট হয়েছে । 2017 থেকে এটি পেঙ্গুইন গুগোল এর Core Algorithm হিসেবে চলে আসে ।

গুগোল পেঙ্গুইনের টার্গেট কি ছিল..?

গুগোল পেঙ্গুইন কোর আলগরিদম হওয়ার পর থেকে সার্চ ইঞ্জিনের 3.1% ওয়েবসাইটের উপর ইনফেক্টেড বা এফেক্ট হয়েছিল । যে সকল ওয়েবসাইট Manipulative link schemes and keyword stuffing করত তাদের জন্য ছিল এই আপডেটটি ।

গুগলের দ্রুত Ranking জন্য manipulate a page’s ranking জন্য লিংক ক্রয় করা অথবা লো-কোয়ালিটি এবং Unnatural ওয়েবসাইট থেকে links নেয়া । এককথায় আর ন্যাচারাল লিংক নয় যেমন : স্প্যাম কমেন্ট , Unnatural Paid link ,ইত্যাদি কে লিংক স্কিমস বলে ।

উদাহরণস্বরূপ একটি ইন্স্যুরেন্স কোম্পানির আর্টিকেল বা ওয়েব পেইজ একটি গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়া । যা সম্পূর্ণ সামঞ্জস্য পূর্ণ নয় ।

গুগলের দ্রুত Ranking জন্য manipulate a page’s ranking জন্য লিংক ক্রয় করা অথবা লো-কোয়ালিটি এবং Unnatural ওয়েবসাইট থেকে links নেয়া । এককথায় আর ন্যাচারাল লিংক নয় যেমন : স্প্যাম কমেন্ট , Unnatural Paid link ,ইত্যাদি কে লিংক স্কিমস বলে ।

উদাহরণস্বরূপ একটি ইন্স্যুরেন্স কোম্পানির আর্টিকেল বা ওয়েব পেইজ একটি গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়া । যা সম্পূর্ণ সামঞ্জস্য পূর্ণ নয় ।

কোন নির্দিষ্ট কিওয়ার্ড অথবা পেইজকে Ranking জন্য একই কিওয়ার্ড বারবার টেক্সট বা আর্টিকেল ব্যবহার করা কে কীওয়ার্ডস স্টাফিং (Keyword stuffing ) বলে । কোন আর্টিকেলে ন্যাচারাল ভাবে কীওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে অস্বাভাবিক ভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ।

উদাহরণ :
This is a popular running shoe. Here you can buy running shoes. Today we talk about cheap running shoes.

Google Penguin update থেকে কিভাবে রিকভার করবেন :

01: আপনার ওয়েবসাইটের যত unnatural links রয়েছে সবগুলো লিংকে প্রথমে চিহ্নিত করুন । হতে পারে আপনার নিজের তৈরি করার লিংক অথবা আপনার কম্পিটিটর তৈরি করা লিংক ।

02: যে সকল লিংক আপনার ক্ষতি করার জন্য কেউ তৈরি করেছে অথবা অস্বাভাবিক ভাবে আপনার ওয়েবসাইটে তৈরি হয়ে গিয়েছে সেই লিংকগুলো ওকে গুগল ওয়েবমাস্টার গিয়ে Disavow Links Tool এর মাধ্যমে রিমুভ করে দিন ।

03: আপনার ওয়েব সাইট সম্পূর্ন এনালাইজ করুন প্রতিটি পেইজে প্রতিটি আর্টিকেলে কিওয়ার্ড ন্যাচারাল প্লেসমেন্ট হয়েছে কিনা ।

04: কোন পেইজে প্রয়োজনের অতিরিক্ত একই কিওয়ার্ড বার বার দেখতে পেলে সেই কিওয়ার্ডের অল্টারনেটিভ LSI কিওয়ার্ড ব্যবহার করুন ।

05: দ্রুত Ranking পাওয়ার জন্য ফাইবার অথবা অন্যকোন মার্কেটপ্লেস থেকে লিংক ক্রয় করবেন না ।

06: সবশেষে আপনার ওয়েবসাইটের সবগুলো ব্যাকলিংক এ এনালাইজ করুন আপনার নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোন মিল রয়েছে কিনা অসামঞ্জস্যপূর্ণ প্রতিটি লিংক বাদ দিয়ে দিন ।

আশা করছি এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে আপনার ওয়েবসাইট Google Penguin আপডেটে পড়লেও আপনি সেখান থেকে আবার রিকভার করতে পারবেন ধন্যবাদ সবাইকে |

Leave a Reply