SEO Tools
SEO Tools

SEO Tools রিকমেন্ডেশন (Group Buy)

ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য সবচাইতে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে মারকেটিং টুলস গুলো সঠিকভাবে ব্যবহার করা । কিন্তু অনেক ক্ষেত্রেই এই টুলসগুলো দাম বেশি থাকায় নিউবি অবস্থায় আমাদের এককভাবে ক্রয় করা সম্ভব হয় না ।

ব্লগিং এবং অ্যাফিলিয়েট কমিউনিটিতে আমরা যারা রয়েছি সবাই একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে এসইওর টুলসগুলো কার কাছ থেকে অল্প দামে গ্রুপ ভিত্তিক ব্যবহার করতে পারি ।

আমি নিজে স্পেশালি এই দুইটা কোম্পানি রেকমেন্ট করছি কারণ এতে সার্ভিস আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি ।

01: Bizikon International Ltd.


ডিজিটাভিশনের মত এই বিজিকন ও এসইও গ্রুপ বাই সার্ভিস প্রোভাইড করে । এই প্রতিষ্ঠানের মুল নাম Bizikon হলেও কমিউনিটিতে seotoolbd নামে পরিচিত । বিস্তারিত দেখতে পারেন নিচের লিংকগুলাতে

ওয়েবসাইট: https://seotoolbd.com/
ফেসবুক পেজ: https://www.facebook.com/SEOToolBD/
মোবাইল নম্বর: 01778156381

02: Digitavision


২০১৭ সাল থেকে Group Buy সার্ভিস প্রদান করছেন । উনাদের অধিকাংশই দেশীয় ক্লায়েন্ট । সব মিলে ১০০ এর অধিক টুলস গ্রুপ বাই এর মাধ্যমে সরবরাহ করে ডিজিটাভিশন । বিস্তারিত জানতে পারেন নিচের লিংক গুলাতে

ওয়েবসাইটঃ digitavision.com
ফেসবুক পেজঃ www.facebook.com/digitavisions
মোবাইলঃ 01401 400660

আমার পছন্দের এসইও টুলস

01: Grammarly Pro

ব্লগার অথবা অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য Grammarly Pro অত্যন্ত প্রয়োজনীয় একটি টুলস । এর মাধ্যমে আপনি আপনার আর্টিকেল যেই ভুল থাকে তা সেগুলো খুব সহজেই বের করে ফেলতে পারবেন । এছাড়া আরেকটি অন্যতম সুবিধা হল আপনার লেখার ভিতরে যদি কোন কপিরাইট থাকে সেটাও খুব সহজে বের করে ফেলতে পারবেন। ব্লগিং এর জন্য এটা প্রত্যেকবারই ব্যবহার করা উচিত ।

02: SEMRUSH

কিওয়ার্ড রিসার্চ করার জন্য বাজারে যত টুলস রয়েছে তার মধ্যে SEMRUSH অন্যতম । এটুলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলের রয়েছে চাইলে দেখে আসতে পারেন ।

03: Ahrefs

কিওয়ার্ড রিসার্চ করার জন্য বাজারে যত টুলস রয়েছে তার মধ্যে Ahrefs আমার সবচাইতে বেশি পছন্দের । এ টুলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলের রয়েছে চাইলে দেখে আসতে পারেন ।

04: ShutterStock

ব্লগার অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য কপিরাইট ফ্রি ইমেজের অনেক বড় একটি সমস্যা হয় । ShutterStock এর মাধ্যমে আপনি অনেক বড় রিসোর্স পেয়ে যাবেন কপিরাইট ফ্রি ইমেজের ।

গ্রুপে মেম্বাদের রিকমেন্ডেশন ও ওয়েব সাইটে প্রদত্ত তথ্যের ভিত্তিতেই এই টুলস গুলা রিকমেন্ড করা হয়েছে । যারা ব্যবহার করছেন বা করবেন কমেন্ট সেকশনে মতামত বা ব্যবহারের অভিজ্ঞতা জানাতে পারেন ।

Leave a Reply