Why you choose Amazon affiliate Marketing
Why you choose Amazon affiliate Marketing

কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে সবাইকে একটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন কেন সে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবে । অনলাইন থেকে আয় করার জন্য কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তাকে বেছে নেবে ।

সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ইন্টারন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সেবা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বেছে নিবেন ।

বর্তমানে প্রায় দুই কোটি লোক Amazon affiliate Marketing এর সাথে সম্পৃক্ত । কোনো-না-কোনোভাবে তারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে । অ্যামাজন থেকে প্রোডাক্ট ক্রয় করছে অথবা অ্যামাজনের ওয়েবসাইটটিতে প্রতি মাসে অন্তত একবার হলেও ভিজিট করছে ।

সুতরাং আপনি যেহেতু এই মার্কেটপ্লেসে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য অথবা আপনার সেলফ ডেভলপমেন্টের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন । আপনাকে কাজ শুরু করার আগে জানতে হবে কেন আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট কেই বা অ্যামাজন অ্যাফিলিয়েট কেই বেছে নিবেন ।

Why you choose Amazon affiliate :

অ্যামাজন বর্তমান সময়ের সবচাইতে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একটি ই-কমার্স সাইট ।

অ্যামাজন কে বেছে নেওয়ার জন্য পাঁচটি কারণ আমি নিম্নে তুলে ধরলাম :

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যদিও অনেক উল্লেখযোগ্য কারণ রয়েছে তারপরেও আমি সবচাইতে নির্ভরযোগ্য কিছু বিষয় তুলে ধরছি |

01: Trusted Marketplace

সারা ওয়ার্ল্ডে যতগুলো ই-কমার্স সাইট রয়েছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে amazon.com । আপনি ব্লগের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে অনেক প্রোডাক্টের রিভিউ পড়তে পারে কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু প্রোডাক্ট বাই করার জন্য অ্যামাজন কেই বেছে নেয় । রেপুটেশন বা সুনামের কথা বিবেচনা করেও সবাই নিঃসন্দেহে অ্যামাজন থেকে যেকোন পণ্য চোখ বন্ধ করে কিনে ফেলে । যেহেতু নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাই অ্যামাজন অ্যাফিলিয়েট এর মাধ্যমে ইনকাম করার একটি চমৎকার সুযোগ রয়েছে তাই আপনি আমাজনে কাজ করবেন ।

02: Product reviews

বর্তমানে 2021 সালে কোন ব্যক্তি কোন পণ্য ক্রয়ের পূর্বে প্রোডাক্ট এর গুণগতমান বা প্রোডাক্ট সম্পর্কে আগে জেনে নিতে চায় | সুতরাং প্রোডাক্ট সম্পর্কে রিভিউ লেখার মাধ্যমে আপনি কিন্তু অ্যামাজনে যেকোনো ভিজিটরকে সহজেই পাঠিয়ে দিতে পারেন । এই পদ্ধতিতে আপনি এফিলিয়েট মার্কেটিং টি কাজে লাগাতে পারেন এবং ইনকাম করার চমৎকার সুযোগ রয়ে যায় ।

03: Amazon Cookies Policy

অ্যামাজনের কুকিজ পলিসি খুবই চমৎকার । একটি বিষয় Cookies Policy কারণে কোনো ভিজিটরকে যখন আপনি আপনার ব্লগ থেকে অ্যামাজনে পাঠাবেন তখন যদি সেই ভিজিটর 24 ঘন্টার ভিতরে অ্যামাজন থেকে কোন পণ্য ক্রয় করে সে ক্ষেত্রে আপনি আমাজন অ্যাফিলিয়েট এর কমিশন পাবেন । ভিজিটর যখন আপনার ব্লগ থেকে কোন ভিডিও বা কোন পণ্য সম্পর্কে জেনে আপনার ব্লগ থেকে amazon.com এ যায় । সেখান থেকে যে কোন কিছু ক্রয় করে সাথে সাথেই আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট এ কমিশন যোগ হয়ে যায় । সুতরাং আপনি নিশ্চিত মনে অ্যামাজন অ্যাফিলিয়েট কে বেছে নিতে পারেন অনলাইনে ইনকাম করার জন্য ।

04: Website Flipping Earn Money

বর্তমানে শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ইনকাম নয় আপনি একটি আমাজন এফিলিয়েট সাইট কে build-up করে সেটা আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে সেল করতে পারেন । এবং খুব ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি বিক্রয় করতে পারেন সেই ওয়েবসাইটটি প্রতি মাসে $500 ডলার আয় করার এরকম একটি আমাজন অ্যাসোসিয়েট সাইট আপনি অনায়াসেই $3000 থেকে $4000 হাজার ডলার সেল করে দিতে পারেন | সুতরাং আপনি 8 মাস থেকে 1 বছর পরিশ্রম করে যদি কোন অ্যামাজন সাইট রান করাতে পারেন এবং সেই সাইট থেকে যদি আপনার অ্যাফেলিয়েট সেল আসা শুরু হয় । আপনি Website Flipping করার যেকোনো মার্কেটপ্লেসে আপনার ওয়েবসাইটটি বিক্রি করতে পারবেন ।

জনপ্রিয় পাঁচটি ওয়েবসাইট ক্রয় ও বিক্রয়ের সাইট

05: Monetization

আপনি জেনে খুশি হবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট এর সাইট বর্তমানে গুগল এডসেন্স বা যেকোনো নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কে সাপোর্ট করে । অ্যামাজন অ্যাসোসিয়েট এর পাশাপাশি যেকোনো নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রান করে আপনার ওয়েবসাইট থেকে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । এক্ষেত্রে অ্যাফিলিয়েট এর পাশাপাশি আপনি মনিটাইজেশন এর মাধ্যমেও বাড়তি একটি ইনকাম করার সুযোগ পাবেন ।

06: Passive income idea

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটাররা বর্তমানে প্যাসিভ ইনকাম করছে । একটি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট rank করার পর সেই সাইটটি থেকে অনায়াসে প্রতিমাসে $500 থেকে $1000 ডলার আয় হয় | আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের আরমান ভাই কিছুদিন আগে একটি ওয়েবসাইট $80000 হাজার ডলার সেল করে | সুতরাং বুঝতেই পারছেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্যারিয়ার ভবিষ্যৎ কি |

আশা করছি বুঝতে পেরেছেন কেন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা প্রয়োজন । যদি আজকের আর্টিকেল আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আর্টিকেলটি অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ।

Leave a Reply