Profitable keywords For Niche website
Profitable keywords For Niche website

নিস সাইটের জন্য কিভাবে কীওয়ার্ড খুঁজে বের করবেন

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অনলাইন থেকে আয় করার পদ্ধতি । কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ধাপে ধাপে শুরু করতে পারবেন সেই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি । আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে Niche Research করে নিতে হবে ।

সঠিকভাবে Niche Research করার পর একটি সাইটের জন্য কোন কোন কী-ওয়ার্ড আপনি ব্যবহার করবেন সেটি বের করা প্রয়োজন । কিওয়ার্ড গুলোর মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ দেখা যায় যেমন :

Types of keywords intent:

01: Buyer keywords /Commercial Keyword /Money keyword
02: Non-Buyer Keyword / Informational keywords /General keyword

Commercial Intent/ Money Keyword :

এগুলো সেই ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে আপনি আমাজন এফিলিয়েট নিশ সাইট থেকে আপনার প্রোডাক্ট সেল করবেন । এ ধরনের কী ওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অনেক রিসার্চ করতে হয় এবং খুবই সর্তকতা অবলম্বন করতে হয় । কারণ এই কী-ওয়ার্ড গুলোই আপনাকে আমাজন নিস সাইট থেকে অর্থ উপার্জন করতে সাহায্য করবে । তাই Amazon affiliate niche site শুরু করার পূর্বে Money কিওয়ার্ড গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন ।

Example :

01: Best laptop reviews
02: Top laptop reviews
03: Website to buy a laptop
04: Gaming laptop to buy
05: Cheap laptop online
06: Best affordable gaming laptop

উপরোক্ত কিওয়ার্ডগুলোর গঠন দেখে বোঝা যাচ্ছে কোন নির্দিষ্ট ব্যক্তি একটি ভালো মানের ল্যাপটপ কিনার জন্য খুঁজছে তারমানে আমরা বুঝতে পারছি এই কিওয়ার্ডগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড অথবা Money কি ওয়ার্ড |

Informational keywords:

গুগল সার্চ ইঞ্জিনে অনেক মানুষ অনেক বিষয় সম্পর্কে জানার জন্য সার্চ করে থাকে । কোন কিছু সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বা অনুসন্ধান জন্য যখন কোন কিওয়ার্ড লিখে সার্চ করা হয় তাকে Informational keywords বলে । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে Informational keywords গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কারণ এগুলো সেই কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে আপনি আপনার সাইটের ব্যাকলিঙ্ক অথবা SEO করবেন

Example:

01: What is a laptop Short answer.
02: Is the laptop a system.
03: Who discovered laptop.
04: What is the full form of the laptop.
05: What are the main features of a laptop.
06: Which laptop is the best HP or Dell.

উপরোক্ত কিওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারছি একজন অনুসন্ধানকারী কোন না কোনভাবে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি সুতরাং এগুলো দেখে বোঝা যায় এগুলো Commercial Inten Keyword । এখানে প্রতিটি কী-ওয়ার্ড ই হচ্ছে ইনফর্মেশনাল কীওয়ার্ড ।

নতুনদের জন্য এখন কিছু উদাহরণ দিব কিভাবে তারা কমার্শিয়াল কী-ওয়ার্ড গঠন করবে । কমার্শিয়াল কী-ওয়ার্ড কিছু আলাদা স্ট্রাকচার রয়েছে । ( Ex: Best gaming Laptop )

আপনি যখন আপনার অ্যামাজনের Niche সাইট তৈরি করবেন তখন আপনি আপনার Money কী-ওয়ার্ড গুলোকে এভাবে গঠন করতে পারেন |

01: Best + Product Name+Online
02: Best + Product Name + Year
03: Cheap + Product Name
04: Product Name + For sale
05: Product Name + review/reviews
06: Product Name + Buying Guide
07: Best+Product Name + Buying Guide
08: Buy+Product Name
09: Vs/or Compare to + Product Name
10: Top + Product Name

উপরুক্ত examples গুলো সব চাইতে বেশি ব্যবহৃত হয় Buying কিওয়ার্ড বা commercial কিওয়ার্ড গঠনের ক্ষেত্রে | সুতরাং আপনি যখন আপনার website সাইট তৈরি করবেন তখন কীওয়ার্ড গঠনের ক্ষেত্রে এই স্ট্রাকচার বা নিয়মাবলী গুলো ফলো করুন ।

উল্লেখ্য যে আপনি যখন কোনো কিওয়ার্ড গঠন করবেন অবশ্যই সে কিওয়ার্ডের কম্পিটিশন এনালাইসিস করবেন । কোন কিওয়ার্ড নিয়ে ফাইনাল আমরা কাজ করার পূর্বে সে কিওয়ার্ডটির কম্পেটিশন জেনে নিবো । মার্কেটে কতগুলো ওয়েবসাইট সেই কীওয়ার্ড নিয়ে কাজ করছে সেই কম্পিটিশন আমরা চেক করে নেব ।

কিওয়ার্ড রিসার্চ নিয়ে সবচাইতে বেশি ভিডিও দিবো আপনাদেরকে । কমপ্লিটলি অনেকগুলো পেইড এবং ফ্রী টুলস ব্যবহার করে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সে বিষয়ে ধারণা দিব ।

কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার ধারাবাহিক অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে নিন

01: Keyword research video
02: Keyword research video
03: Keyword research video
04: Keyword research video
05: Keyword research video
06: Keyword research video
07: Keyword research video

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটি সাধারন ভিডিও :

আপনি যদি বুঝতে না পারেন কিভাবে আপনার নিস সাইট অথবা ব্লগ সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে তাহলে ফিভারের থেকে আমাকে হায়ার করুন । আমি আপনার জন্য প্রফিটেবল লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুজে বের করব যেগুলো দিয়ে আপনি আমাজন সেল এবং ব্লগ সাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন ।

আমি কোন এক্সপার্ট Affiliate Marketer নই আমি যাকিছু অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে আমি জানি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি । যদি আপনাদের মনে হয় তথ্যগুলো আপনাদের জন্য সাহায্যকারী হবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ।

Leave a Reply