keyword finalization for amazon
keyword finalization for amazon

কিভাবে কিওয়ার্ড চূড়ান্তভাবে সিলেক্ট করবেন

কী-ওয়ার্ড রিসার্চ এর শেষ পর্বে আপনাদের সবাইকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি । আজকের পর্বে আমরা কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট এর সাইট শুরু করার পূর্বে কী-ওয়ার্ড ফাইনাল করবেন সে বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা দিব । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে নিস্ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

তাই আপনার ওয়েবসাইট শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কোন কোন কীওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন সেটার একটা লিস্ট তৈরি করে ফেলতে হবে ।আপনারা যাতে সহজভাবে আপনাদের অ্যাফিলিয়েট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সেজন্য আমি ফ্রি এবং পেইড অনেক ভিডিও দিয়েছি ।

কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিওসমূহ :

সম্পূর্ণ কী-ওয়ার্ড রিসার্চ শেষ হবার পর আপনাকে কিছু স্টেপ বা নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে যেগুলো আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে ।

01: কীওয়ার্ড গুলোর একটি লিস্ট করুন :

আমার ফ্রি এবং পেইড কীওয়ার্ড রিসার্চ টুলস মাধ্যমে আপনি কি ওয়ার্ড রিসার্চ সম্পন্ন করেছেন টা আমি ধরে নিলাম । এখন আপনি যে কিওয়ার্ডগুলো পেয়েছেন সে কীওয়ার্ড গুলোর একটি লিস্ট করে ফেলুন আপনার সুবিধার জন্য আমি আপনাকে অনুরোধ করবো আপনি Informational keywords গুলোর একটি আলাদা লিস্ট করুন এবং commercial keywords গুলো একটি আলাদা লিস্ট করুন ।

Keyword-list
Keyword-list

02: নিস অনুযায়ী লং টেইল কীওয়ার্ড খুঁজে বের করা

আপনার কাঙ্খিত নিস অনুযায়ী লং টেইল কীওয়ার্ড গুলো খুজে বের করুন | খুঁজে বের করার জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো ছয় থেকে সাত Word বিশিষ্ট যেন হয় | লং টেইল কীওয়ার্ড গুলো তুলনামূলকভাবে সার্চ ভলিউম কম হয় কিন্তু কম্পিটিশন অনেক কম । আপনি খুব সহজেই গুগলের rank করতে পারবেন এই কী-ওয়ার্ড গুলো দিয়ে |

Long-tail-keyword
Long-tail-keyword

03: ইনফরমেটিভ কিওয়ার্ড এবং বায়িং কিওয়ার্ড লিস্ট করুন

আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই যে কীওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন সেগুলো একটা লিস্ট করতে হবে ।এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব ইনফো কিওয়ার্ড এবং কমার্শিয়াল keyword এর আলাদাভাবে লিস্ট করবেন । কম্পেটিটর এনালাইসিস করবেন এরপর ফাইনাল কি করবেন । কিবোর্ড সিলেকশন এবং ফাইনাল আইস করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে সময় দিবেন এবং যথাযথভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন । পরিপূর্ণ কিওয়ার্ড রিসার্চ আপনাকে আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ব্যাপক সফলতা দিবে ।

buying-Keyword-and-informative-Keyword-
buying-Keyword-and-informative-Keyword-

04: কম্পিটিশন এনালাইজ করা

আপনার ওয়েবসাইট যখন নতুন আপনাকে অবশ্যই লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে । আপনি যখন লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে Google rank করবেন তখন আপনি দেখতে পাবেন যে অনেকগুলো হাই সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড নিয়ে আপনি প্রথম পজিশনে চলে এসেছে | কম্পিটিশন এনালাইজ করার জন্য আমি আপনাকে কী ওয়ার্ড গোল্ডেন রেশিও (KGR) অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি |

Keyword-Golden-Ratio-live
Keyword-Golden-Ratio-live

05: চূড়ান্তভাবে কিওয়ার্ড নির্বাচন

চূড়ান্তভাবে কোন কিওয়ার্ড গ্রহণ করার জন্য আপনি কীওয়ার্ড কম্পিটিশনের দেখে নিবেন । এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ফ্রি এবং পেইড টুলস ব্যবহার করতে পারেন । আমি কি ওয়ার্ড কম্পিটিশন দেখার জন্য একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছি আমার ইউটুবে চেনেল দেখতে পারেন ।

Final-keyword
Final-keyword

এভাবে পরিপূর্ণভাবে কি ওয়ার্ড রিসার্চ পদ্ধতি যদি অনুসরণ করেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্বে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট এ সফল হবেন । চূড়ান্তভাবে কিওয়ার্ড অ্যামাজন মার্কেটিং এর জন্য গ্রহণ করার পূর্বে পাঁচটি পদ্ধতি অনুসরণ করুন এবং পরিপূর্ণ ভাবে তৈরি করুন নিজেকে ।

গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ :

০১: EBL Aqua Prepaid MasterCard মাস্টার কার্ড কিভাবে পাবেন
০২: স্বাধীন মাষ্টারকার্ড কি ভাবে সহজে নেওয়া যায়
০৩: কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন
০৪: নিস সাইটের জন্য কিভাবে কীওয়ার্ড খুঁজে বের করবেন
০৫: KGR (Keyword Golden Ratio কি?
০৬: কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন

পরিশেষে একটি কথা বলব আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করে এই আর্টিকেলগুলো লিখি এবং ভিডিও তৈরি করি শেয়ার করতে কৃপনতা করবেন না ।

Leave a Reply