Pinterest Marketing Bangla
Pinterest Marketing Bangla

পিন্টারেস্ট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল

Pinterest Marketing Bangla : পিন্টারেস্ট মার্কেটিং আজকের পর্বে আপনাকে স্বাগতম । পিন্টারেস্ট নিয়ে আমি কমপ্লিট একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি এবং আপনাদের সুবিধার্থে আমার ব্লগেও ভিডিওটি দেওয়া হলো । সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পিন্টারেস্ট সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া হবে ।এবার আসা যাক পিন্টারেস্ট সম্পর্কে কিছু কথা বলি । বর্তমান সময়ে পিন্টারেস্ট খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট এই সাইটের অধিকাংশ ব্যবহারকারী হচ্ছে নারী বা মহিলা । তবে বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষরা কাজ করা শুরু করেছে । Pinterest Marketing আপনি বিভিন্ন প্রকার মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রাফিক আপনার ওয়েবসাইটে পাঠাতে পারবেন শুধু তাই নয় ব্লগিংয়ের ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে পিন্টারেস্ট জনপ্রিয়তা লাভ করেছে । নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন

পিন্টারেস্ট মার্কেটিং এর আজকে কিভাবে ট্রাফিক বৃদ্ধি করতে হয় সে বিষয়ে আলোচনা করা হলো । যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু কম বুঝেন অথবা এসইওর সম্পর্কে একটু কম ধারনা রাখেন তাদের জন্য সরাসরি পিন্টারেস্ট থেকে ট্রাফিক নিয়ে আসা খুবই সহজ ব্যাপার ।

মজার ব্যাপার হচ্ছে পিন্টারেস্টে 71% ইউজার হচ্ছেন মহিলা এবং তাদের মধ্যে প্রায় 60% তাদের কোন না কোন কিছু কিনতে হলে তারা পিন্টারেস্ট থেকে নিয়ে নেয় । আরো মজার ব্যাপার হচ্ছে আমেরিকায় বসবাসকারী অধিকাংশ বাচ্চা-কাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা পিন্টারেস্ট ইউজ করে নতুন ঘড়ি, জুয়েলারি ,ঘরোয়া স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রোডাক্ট, ইত্যাদি কিনার জন্য ।

পিন্টারেস্টে কিভাবে আপনারা ট্রাফিক বৃদ্ধি করবেন বা ফলোয়ার বাড়াবেন

01:Profile and Website

আপনি পিন্টারেস্টে দুই ধরনের একাউন্ট করতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড বিজনেস একাউন্ট । পার্সোনাল একাউন্ট ক্রিয়েট করতে এই লিঙ্কে আর বিজনেস একাউন্ট ক্রিয়েট করতে এই লিঙ্কে ভিজিট করুন । একাউন্ট ক্রিয়েট করার পর আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটি ক্লাইম করে নিবেন অন্যথায় আপনি কোন কিছুই পিন্টারেস্টে সরাসরি শেয়ার করতে পারবেন না ।

02: Use Pin it Button

ইন্টারেস্টেড পিন আপনার ওয়েবসাইট থেকে সরাসরি পিন্টারেস্টে পিন করার জন্য আপনি ওয়াডপ্রেস এর এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন ।এছাড়া আপনার সরাসরি পিন্টারেস্ট থেকে অফিশিয়াল পিন বাটনটি নিয়োগ এই কাজটি করতে পারেন এতে করে যেকোনো পিন্টারেস্ট ইউজার আপনার যেকোন পিন কে রেপিন করতে করতে সহজ হবে ।

03: USE Rich-Pins

বর্তমানে Ranking ক্ষেত্রে প্রিন্টার Rich-Pins অনেক বেশি ভূমিকা রাখছে আপনি যদি পিন্টারেস্ট Rich-Pins সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই লিংকে ভিজিট করুন | এছাড়া আপনি Yoast SEO প্লাগিন টির মাধ্যমে ওর Rich-Pins অপশনটি আপনার সাইটে এনাবেল করতে পারবেন ।

04: Ensure Link Quality

পিন্টারেস্ট এর প্রতিটি পিনে আপনি যে টাইটেল ব্যবহার করছেন এবং এক্সটারনাল লিঙ্ক ব্যবহার করছেন সেই লিঙ্ক যেন রিলেভেন্ট হয় । অর্থাৎ এমন যেন না হয় আপনি টাইটেল ইউজ করলেন “বাংলাদেশের সেরা স্কুল” এবং লিংকে ইউজ করলেন “বাংলাদেশের সেরা কলেজ “এক্ষেত্রে আপনার পিন্টারেস্ট লিংক রিলেভেন্ট হলো না ।

05: Board Names And Descriptions

Board নেম ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সবসময় একটা বিষয় মাথা রাখবো আমাদের Board নাম দিব সেটা যেন একটা সার্চ ভলিউম থাকে । সার্চ ভলিউম ছাড়া কোন Board নাম দিলে আমাদের জন্য কোন প্রকার কাজে আসবে না । অন্যদিকে ডেসক্রিপশন ইউজ করার ক্ষেত্রে কিছুটা সর্তকতা অবলম্বন করবেন এক্ষেত্রে তিন থেকে পাঁচটি ইউজ করাই শ্রেয় ।

Pro Tips: Board ডিসক্রিপশনের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং করা যাবেনা। এছাড়া হ্যাশ ট্যাগ এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫-৭ টি ইউজ করা পজিটিভ, এর বেশি ইউজ করা ঠিক না।

06: Increase Your Engagement

পিন্টারেস্ট এনগেইজমেন্ট রেট বাড়ানোর জন্য আপনার রিলেভেন্ট প্রোফাইলের পিন গুলোতে কমেন্ট এবং রিপিন করতে পারেন। এছাড়াও পিন্টারেস্টের অফিশিয়াল ফলো মি বাটন টি আপনার সাইটে ইউজ করতে পারেন।

07: Always Active

চেষ্টা করবেন পিন্টারেস্টে অলয়েস এক্টিভ থাকার জন্য এবং প্রতিদিন 7 থেকে 10 টি পিন করার জন্য | এতে করে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুব সহজেই রাংকিং করবে । পিন্টারেস্ট এর ইমেজ সাইজ এর ব্যাপারে বিস্তারিত আরেকটি আর্টিকেলে আলোচনা করব ।

পিন্টারেস্ট সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ।

Leave a Reply