Amazon affiliate marketing : সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটি ব্লগ পোস্ট পড়ার জন্য । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা অ্যামাজন নিউজ সাইট বিল্ডিং এই কথা দুইটি সাথে পরিচিত নয় বর্তমান সময়ে এমন লোক পাওয়া খুবই দুষ্কর । যেহেতু আপনি আমার ব্লগ আর্টিকেল পড়ছেন তাই ধরে নিতে পারি আপনার এই বিষয়ে আগ্রহ রয়েছে এবং আপনি এই সম্পর্কে কিছুটা জানেন ।
অ্যামাজন আর্টিকেল সম্পর্কে যদি আপনার আগ্রহ থেকে থাকে এবং আপনি এ বিষয়ে যদি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই তো চলুন শুরু করা যাক ।
আমরা সবাই কোন না কোন ভাবে অনলাইন থেকে আয় করতে চাই । বিশেষ করে যারা তরুণ-তরুণীর ছাত্র বা অন্য পেশাজীবীর রয়েছেন প্রত্যেকে পাশাপাশি আরেকটি ইনকামের পথ বের করতে চায় । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি খুব সহজেই বাড়িতে বসে 300$ থেকে 500$ ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন ।
চলুন জানি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি..?
Table of Contents
সত্যিকারভাবে অ্যামাজন কে চেনে না এরকম লোক পাওয়া খুবই অবাক হওয়ার মতো বিষয় । তারপরও যারা চেনেন না তাদেরকে বলছি অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে বড় ই-কমার্স প্রতিষ্ঠান বা ওয়েবসাইট । 1994 সালের জুলাই মাসের 4 তারিখে ওয়াশিংটনে অ্যামাজনের প্রথম যাত্রা শুরু হয় | অ্যামাজনের প্রতিষ্ঠাতা নাম জেফ বেজোস । প্রথম দিকে তিনি বই বিক্রি করা শুরু করল বর্তমান সময়ে তিনি মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে সবকিছুই বাজারজাত করছে ।
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং (Amazon Affiliate) কি?
সাধারণত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে প্রমোশন করবেন । আপনার প্রমোশনের মাধ্যমে যখন অ্যামাজনের কোন প্রোডাক্ট বিক্রয় হবে তখন আপনি একটি কমিশন পাবেন এটাই হচ্ছে মূলত আপনার এফিলিয়েট মার্কেটিং ।
Amazon Affiliate Marketing শুরু করার প্রয়োজনীয় ধাপ
০১: নিস বা প্রোডাক্ট নির্বাচন করুন
০২: অ্যামাজন সাইট সাইন আপ করুন
০৩: প্রডাক্ট প্রমোশন করুন
০৪: প্রডাক্ট সেল নিশ্চিত করুন বাসেল ট্রাক করুন
০৫: আপনার কমিশন লাভ করুন
ধরা যাক আমাজন একটি ফ্রিজ বিক্রি হচ্ছে ৫ হাজার ডলারে এখন আপনি আপনার ওয়েবসাইটে এই ফ্রিজের সম্পর্কে ভালোভাবে একটি রিভিউ আর্টিকেল লিখলেন । আপনার রিভিউ দেখে কেউ যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমাজন এগিয়ে সে ফ্রিজটি ক্রয় করে সে ক্ষেত্রে আরেকটি কমিশন পাবেন । এক্ষেত্রে যদি প্রোডাক্টের কমিশন 5 % হয় সে ক্ষেত্রে আপনি 250$ ডলার কমিশন পাবেন ফ্রিজ বিক্রয়ের জন্য |
অ্যামাজন নিস সাইট কি? (What is the Amazon Niche site)
এফিলিয়েট সাইট বিভিন্ন ধরনের হতে পারে তবে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আপনি আফিলিয়েটস আইডি করবেন সেটি হবে নিস সাইট । নিউজ সাইট বিভিন্ন ধরনের হতে পারে যেমন ট্রাভেল ,টেকনোলজি ,গ্যাজেট হেল্থ ইত্যাদি । এই ক্যাটাগরি গুলো হল ব্রড নিস । আবার ট্রাভেল মধ্যে হাইকিং, ক্যাম্পিং Tech এর মধ্যে মোবাইল, ক্যামেরা, হেডফোন এরকম সাব নিশ হতে পারে। আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে মাল্টি Niche এগুলোর মধ্যে সব ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট প্রমোট করা হয় যেমন ট্রাভেল , টেকনোলজী,মেশিনারিজ ইত্যাদি |
অতি সম্প্রতি গুগলের (Expertise + Authority + Trustworthiness) EAT আপডেটের পরে অনেকেই মাল্টি নিস সাইট তৈরি করতে নিষেধ করেছেন |
কয়েকটি নিশ সাইটের উদাহরন –
01: https://www.androidauthority.com-টেক নিস ওয়েবসাইট
02: 10beasts.com – বিখ্যাত অ্যামাজন এফিলিয়েট টেক নিস ওয়েবসাইট
03: tripsavvy.com – ট্রাভেল নিশ ওয়েবসাইট।
04: https://www.whitedust.net – মাল্টি নিশ সাইট
Amazon Affiliate Marketing কারা করতে পারবে
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এমন কোন বিষয় না যে আপনি তিনমাস এখান থেকে হাজার হাজার ডলার আয় করতে পারবেন । অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর এক্সপার্ট থাকতে হবে অথবা জানতে হবে ।
সুতরাং এটি একটি লম্বা প্রসেস আপনাকে এখানে অনেক কিছু জানতে হবে ব্লগিং ,এফিলিয়েট মার্কেটিং, এসইও কনটেন্ট রাইটিং, ইত্যাদি বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি পরিপূর্ণভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন । উক্ত বিষয়গুলো যদি আপনি শিখেন অথবা অন্য কাউকে দিয়ে করি জানেন তারপরও আপনি এখান থেকে আয় করতে পারবেন | এই সেক্টরটি সম্পূর্ণ তাদের জন্য যারা অনলাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর প্রচুর শেখার আগ্রহ রয়েছে । ইংরেজি ভালো জানেন তারা মোটামুটি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন ।
আমাজন এফিলিয়েট মার্কেটিং করতে হলে যে বিষয়গুলো জানতে হবে
০১: ইংরেজি ভাষায় পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে |
০২: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) সম্পর্কে জ্ঞান থাকতে হবে |
০৩: কনটেন্ট রাইটিং বা রিভিউ লেখা সম্পর্কে জ্ঞান থাকতে হবে |
০৩: ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকলে ভালো |
কী পরিমাণ সময় বিনিয়োগ করতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট
যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা একটি লং টার্ম প্রসেস সুতরাং এখানে ক্যারিয়ার গড়তে গেলে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে । আমার মতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কোন সাইট থেকে 1000$ ডলার ইনকাম করার জন্য প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা করে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দেওয়া উচিত ।
অ্যামাজন কিভাবে আপনাকে কমিশন দেবে
অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট এর উপর কমিশন ভিন্ন হয়ে থাকে । নিম্নে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরির কমিশনের একটি চিত্র তুলে ধরা হলো ।
1.0% ভিডিও গেমস এবং গেম কনসোলগুলির জন্য |
2.0% টেলিভিশন এবং ডিজিটাল ডাউনলোড গেমগুলির জন্য |
3.0% কম্পিউটার, কম্পিউটার উপাদান, ডিভিডি |
4.00% অ্যামাজন ট্যাবলেট এবং কিন্ডেল ডিভাইস |
5.0% ডিজিটাল সঙ্গীত এবং ভিডিও ডাউনলোডের জন্য |
7.0% হেডফোন, সৌন্দর্য পণ্য, বাদ্যযন্ত্র, ব্যবসা এবং শিল্প সরবরাহের জন্য |
8.0% আসবাবপত্র, লন এবং বাগান, বাড়ির উন্নতি, প্যান্ট্রি এবং পোষ্য পণ্যগুলির জন্য |
10.0% আমাজন ফ্যাশন আইটেম এবং অ্যামাজন কয়েনগুলির জন্য |
এছাড়াও কমিশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অ্যামাজনের অফিশিয়াল সাইটের কমিশন ভিজিট করুন
অ্যামাজনের একটি Niche সাইট তৈরি করতে কি কি প্রয়োজন হতে পারে
01: প্রয়োজনীয় Niche রিসার্চ করা |
02: কিওয়ার্ড রিসার্চ করা |
03: ডোমেইন-হোষ্টিং কিনা |
04: ওয়েবসাইট ডিজাইন করা |
05: প্রডাক্ট সেলেকশন করা |
06: রিভিউ বা কনটেন্ট পাবলিস্ট করা |
07: Website করার জন্য যথাযথভাবে SEO করা |
08: সাইটে কাংখিত টার্গেটেড ট্রাফিক পাঠানো |
আমি চেষ্টা করব আমার এই ব্লগে আপনাদেরকে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এসইও ,কনটেন্ট রাইটিং ,ডিজিটাল মার্কেটিং ,প্রোডাক্ট সিলেকশন, ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন স্টেপ বাই স্টেপ দেয়ার চেষ্টা করবো.
যদি আজকের এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা কোন ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টিকেলটি অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ।