বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । 2020 সালে ডিজিটাল মার্কেটিং এর যুগে SEO ছাড়া কোন কিছু কল্পনা করা যায় না | সুতরাং আপনার নিজস্ব একটি ব্র্যান্ডিং বা অনলাইন ব্যবসা অথবা মার্কেটিং এর জন্য যে প্লাটফর্মে আপনি থাকেন না কেন SEO জানা আপনার জন্য অত্যাবশ্যক | SEO শিক্ষার ফলে আপনি একই সাথে আপনার ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন | কাংখিত কাস্টমার পাওয়ার মাধ্যমে অনেক অর্থ উপার্জন এবং খরচের হাত থেকে বাঁচতে পারবেন | এবার কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরবো যার জন্য আপনাকে এসইও শেখাটা অতীব জরুরী ।
01: অনলাইন ইনকাম করার জন্য
Table of Contents
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পরিপূর্ণভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে Freelancer.com, Fiverr.com, upwork.com আরো অনেক ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে আপনি কাজ করে অনলাইন থেকে সম্মানজনক একটি আয় করতে পারবেন | সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পরিপূর্ণভাবে শেখার পর কিভাবে মার্কেটপ্লেসে কাজ পাবেন সে বিষয়গুলো কোষের ভেতর অন্তর্ভুক্ত করার চেষ্টা করব ।
02: অনলাইনে অবস্থান তৈরি করা
বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে কর্পোরেট সেক্টরে আপনি যেখানে ইন্টারভিউ জন্য যান না কেন আপনার অনলাইন আইডেন্টিটি অথবা একটিভিটিস থাকাটা খুবই জরুরী । উন্নত বিশ্বে বর্তমানে কেউ এখন আর সিভি বা বায়ো ডাটা ব্যবহার খুব কম হয় । সবাই ব্যক্তিগত ওয়েবসাইট অথবা পার্সোনাল পোর্টফোলিও সাইট শেয়ার করে দেয় । এক্ষেত্রে সময় অনেক সংক্ষেপ হয় এবং উন্মুক্ত প্লাটফর্মে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায় । SEO পরিপূর্ণভাবে শিক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ব্যক্তিগত অথবা ব্যবসায়ীক প্রতিষ্ঠান কে অনলাইনে গুগলের সার্চ দেওয়া মাত্র কিভাবে খুঁজে পাওয়া যায় ।
03: কম্পিটিটরদের বিপক্ষে দাঁড়ানো
আপনি যেই ব্যবসা বা নিস নিয়ে কাজ করেন না কেন আপনার কিছু কম্পিটিটর সেই প্রোডাক্ট বা বিজনেস আপনার সাথে করে যাচ্ছে | SEO পরিপূর্ণভাবে শেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কম্পিটিটরদের অবস্থা এবং কিভাবে মার্কেটে টিকে থাকার জন্য কম্পিটিটরদের সাথে পাল্লা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে | সে বিষয়টা পরিপূর্ণভাবে আপনি জানতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার মাধ্যমে |
04: অর্থ সঞ্চয় করার জন্য
পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে অনেক কম্পিটিটর গুগোল থেকে তাদের কাঙ্ক্ষিত ট্রাফিক বা কাস্টমার সংগ্রহ করে থাকে । আপনি যদি পরিপূর্ণ ভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে ফেলেন তাহলে অর্গানিক ভাবেই আপনার প্রতিষ্ঠান অথবা ব্যবসা অথবা যেই প্রোডাক্ট একটা নিয়ে কাজ করেন না কেন সেই ব্যবসা বা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে অরগানিক ভাবে rank নিয়ে আসতে সক্ষম হবেন । এক্ষেত্রে অতিরিক্ত Paid মার্কেটিং করার মাধ্যমে যেই অর্থ আপনার খরচ হতো তা সঞ্চয় হবে ।
05: দীর্ঘ মেয়াদী মুনাফা অর্জন
সারাবিশ্বে বর্তমানে সব ধরনের ব্যবসায়ী শতকরা ৯০% পার্সেন্ট অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে । দীর্ঘমেয়াদী ব্যবসা বা মুনাফা অর্জনের জন্য আপনার প্রতিষ্ঠান যদি অনলাইন ভিত্তিক হয় তাহলে এসইও করাটা আবশ্যক এতে করে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি দীর্ঘমেয়াদী কাঙ্খিত কাস্টমার অথবা গ্লোবাল পার্থ প্লাটফর্মে ব্যবসা মাধ্যমে দীর্ঘ মেয়াদী মুনাফা অর্জন করতে পারবেন । এবং আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি থেকে মুনাফা আসতেই থাকবে ।
06: ক্যারিয়ার হিসেবে SEO
আগেই বলেছি বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং যুগ । এই সেক্টরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO ) এর চাহিদা দিন দিন বেড়েই চলছে । সুতরাং আপনি যদি একজন সার্চ ইঞ্জিন এক্সপার্ট অথবা SEO এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ইন্টারন্যাশনাল এবং লোকাল প্লাটফর্মে প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে যারা সার্চ ইঞ্জিন এক্সপার্ট এক্সপার্ট খুঁজছে তাই আপনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে কাজের কোন অভাব হবে না এবং আপনি ক্যারিয়ার হিসেবে এই প্রফেশনটা কে নিতে পারেন ।
07: ডিজিটাল মার্কেটিং এর অন্যতম শাখা
সারা বিশ্বে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা খুবই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল মার্কেটিং সাবজেক্ট হিসেবে ডিগ্রী অর্জনের জন্য সবাই পড়ছে । এই বিষয়ের উপর পিএইচডি করছে ডিজিটাল মার্কেটিং এর একটি শাখা হচ্ছে SEO সুতরাং চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ।
08: কাঙ্খিত কাস্টমার বা ট্রাফিক
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পরিপূর্ণভাবে শিক্ষার মাধ্যমে আপনার ওয়েবসাইটের কাঙ্ক্ষিত ট্রাফিক কাস্টমার আপনি পাবেন । সুতরাং আপনি যেই প্রোডাক্ট বা যে বিষয় নিয়ে কাজ করেন না কেন SEO পূর্ণভাবে জানা থাকলে আপনি সহজেই আপনার কাস্টমার কাঙ্ক্ষিত ট্রাফিক আপনার প্রোডাক্ট বা ওয়েবসাইটের জন্য নিয়ে আসতে পারবেন |
01: অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর পলিসি গুলো কি
02: কিভাবে কিলার SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন
03: অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল কিভাবে লিখবেন
04: Best Amazon Affiliate WordPress Themes
উপরোক্ত কারণগুলো ছাড়াও আরো অনেক প্রয়োজনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রত্যেকের শেখা উচিত | ডিজিটাল মার্কেটিং এর এই যুগে নিজেকে একজন Entrepreneur হিসেবে গড়ে তুলতে SEO শিক্ষার ভূমিকা অনস্বীকার্য |