affiliate wordpress plugin
affiliate wordpress plugin

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য দরকারী প্লাগিন

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কিছু গুরুত্বপূর্ণ প্লাগিন ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় ।ওয়ার্ডপ্রেস প্লাগিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে । আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং করবেন তখন আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন করার পর কিছু দরকারী প্লাগিন ইন্সটল করার প্রয়োজন হয় । সেই প্লাগিনগুলো নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব ।

ওয়ার্ডপ্রেস কি?

এফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং এর জন্য সবচাইতে জনপ্রিয় যে (CMS ) রয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস । ওয়ার্ডপ্রেসকে বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হয় । বিশ্বের সবচাইতে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস । এটি পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা পরিচালিত একটি ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার যা সহজেই যেকোনো ব্যক্তি পরিচালনা করতে পারে । সারা বিশ্বের প্রায় 60 শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা পরিচালিত ।

ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?

যেহেতু এই ওয়াডপ্রেস সফটওয়্যারটি একটি ওপেনসোর্স প্ল্যাটফর্ম তাই এটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু সহায়ক প্লাগিন এর প্রয়োজন রয়েছে । প্লাগিন গুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করা যায় যেগুলো আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট কে পরিচালনা করার জন্য খুবই সহায়ক হয় । একেকটিওয়ার্ডপ্রেস প্লাগিন মূলত একেকটি ফাংশন এর স্নিপেট, যা কোন কোডার একটি ফাংশন তৈরি করেছে এবং সে কোডটি প্লাগিনের মাধ্যমে অন্যের ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। ওয়ার্ডপ্রেসের রয়েছে ২৬,৫০০ এর অধিক প্লাগিন সমৃদ্ধ ফ্রি ডাইরেক্টরি ।

তবে আমাদের ওয়েবসাইট পরিচালনার জন্য এত বেশি প্লাগিন এর প্রয়োজন হয় না 5 থেকে 10 টি প্লাগিন ব্যবহার করলেই আপনি সুন্দরভাবে ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ।

ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল পদ্ধতি

ওয়ার্ডপ্রেসের প্লাগিন ব্যবহার করা বা ইন্সটল করা খুবই সহজ আপনি নিচের ধাপগুলো ব্যবহার করুন |

০১: প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিন অপশনে যান
০২: এবার ইন্সটল প্লাগিন অপশনে ক্লিক করুন
০৩: এবার আপনার নির্দিষ্ট প্লাগইনটি সার্চ বারে খোঁজ করুন এবং অ্যাক্টিভ করুন
০৪: যদি কোন Paid প্লাগিন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ওই প্লাগিনটি আপলোড করে ইন্সটল বা একটিভ করতে হবে ।
০৫: এবার আপনার কাঙ্খিত প্লাগইনটির উপভোগ করুন ।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং এর জন্য কি কি প্লাগিন ব্যবহার করবেন :

01: Jetpack

জেটপ্যাক ওয়ার্ডপ্রেস কোম্পানির নিজস্ব একটি প্লাগিন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় অটোমেটিক আপনার সাইটে ইন্সটল হয়ে যায় । তবে আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং প্লাগইনটি একটিভ করতে হবে । জেটপ্যাক প্লাগিনটা সাইট সিকিউরিটি বাড়ায় । ওয়েবসাইট এর পারফরমেন্স বাড়ায়। এর মধ্যে স্প্যাম ফ্রি কমেন্ট, সোশ্যাল শেয়ার রিলেটেড পোস্ট স্বয়ংক্রিয়ভাবে চেক করে দেয়।

02: Yoast SEO / Rank Math SEO

আপনার সাইটের এসইও এর পারফরম্যান্স ভালো রাখার জন্য এ দুইটি প্লাগিন এর যেকোনো একটি ব্যবহার করতে পারেন । তবে আমি আপনাকে পরামর্শ দিব Yoast SEO এই প্লাগিনটি ব্যবহার করার জন্য কারণ এটি সবচাইতে বেশি ব্যবহৃত এবং নির্ভরযোগ্য ভালো পারফরম্যান্স প্রদানকারী প্লাগিন । আপনি স্বয়ংক্রিয়ভাবে এই দুইটি প্লাগিন দিয়ে আপনার ওয়েব সাইটের টাইটেল, পার্মালিংক, ফোকাস কীওয়ার্ড, মেটা ডেসক্রিপশন ,ইত্যাদি পরিবর্তন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন । ওয়েব সাইটের এSEO পারফরম্যান্স ভালো রাখার জন্য খুবই ভালো কাজ করে এই দুইটি প্লাগিন তবে যে কোন একটি ব্যবহার করা উচিত ।

03: Akismet

এই প্লাগিনটি জন্য আপনার সাইটে বিভিন্ন প্রকার স্পামিং থেকে স্পামিং কমেন্ট থেকে আপনার সাইটকে রক্ষা করবে । এই প্লাগিন তাকে anti-spam প্লাগিনে বলা হয় যা ওয়েবসাইটের জন্য খুবই উপকারী । আপনাকে akismet অফিশিয়াল সাইটে গিয়ে একাউন্ট করে এই প্লাগিন একটিভ করতে হবে ।

04: Smush / a3 Lazy Load

কোন ওয়েবসাইটের এসইও রেংকিং এর জন্য সাইটের প্রত্যেকটি পেজ খুব দ্রুত লোড হওয়া প্রয়োজন । প্রত্যেকটা ওয়েবসাইটের লোডিং স্পিড কিছুটা দুর্বল থাকে । এইজন্য অনেক ভালো কাজ করে এই প্লাগিন আপনার সাইটের লোডিং স্পীড বাড়িয়ে দেয় । ইমেজ গুলোকে কম্প্রেস করে আপনি এখানে দুইটি প্লাগিন এর যেকোনো একটি ব্যবহার করতে পারবেন ।

05: W3 Total Cache / Hummingbird

এই ক্যাশ প্লাগিনটি আপনার সাইট এর লোডিং স্পিড বাড়াবে সাইটকে SEO ফ্রেইন্ডলী করে তুলবে। ওয়েবসাইটের ক্যাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইটের লোডিং স্পীড এর জন্য । আর এই ক্যাশ ক্যাচিং প্লাগিংসটি খুবই ভালো কাজ করে ক্যাশ অপ্টিমাইজ করার জন্য । W3 Total Cache / Hummingbird আপনি দুইটি প্লাগিন এর যেকোনো একটি ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে দুটি খুবই পপুলার প্লাগিন ।

06: WP Content Copy Protection

নুতুন ওয়েবসাইটগুলোতে ট্রাফিক খুব বেশি থাকে না এবং google বোট অনেক দেরি করে ইনডেক্স করে । এক্ষেত্রে বিভিন্ন হ্যাকার থেকে বা কনটেন্ট চুরি করে এইরকম লোকদের থেকে আপনার ওয়েবসাইটকে সুরক্ষা করা প্রয়োজন । তাই আপনি ব্যবহার করতে পারেন এই প্লাগইনটি এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কোনো কনটেন্ট কেউ কপি করতে পারবেন আপনার ওয়েবসাইটের মাউসের রাইট ক্লিক কাজ করবেনা । যেটা আমি মনে করি ব্লগিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী ।

07: Contact Form 7

আপনার ওয়েবসাইটে যখন কোন ভিজিটর আসে সে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সে ক্ষেত্রে প্লাগইনটি কাজ করে । কোন ব্যক্তি বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর সে তার কাঙ্খিত জিজ্ঞাসা বা প্রশ্নটিই কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে করতে পারে এবং এই প্লাগইনটি খুব সহজেই কোন ইউসার সাথে আপনার যোগাযোগ করার জন্য মাধ্যম হিসেবে কাজ করে ।

08: Auto Image Attributes

আমার খুব পছন্দের প্লাগিন এটি এবং SEO জন্য খুবই উপকারী একটি প্লাগিন আমি মনে করি । এই প্লাগিনটি আপনার image Filename থেকে আপনার প্রতিটি ইমেজের ইমেজ টাইটেল, ইমেজ ক্যাপশন, ইমেজ ড্রেসক্রিপশন , ইমেজ অল টাইটেল , ইত্যাদি অটোমেটিকলি নিয়ে নেবে । অনেক সময় আমরা ওয়ার্ডপ্রেসে কোন ইমেজ আপলোড করার পর এই অপশন গুলোর দিতে ভুলে যায় সে ক্ষেত্রে এই প্লাগইনটি অটোমেটিক্যালি আপনার ফাইল নাম থেকে এই কাজগুলো করে দেবে ।

09: Loginizer

আমরা জানি ওয়ার্ডপ্রেস সাইট গুলো প্রতিনিয়ত bruteforce attack শিকার হয় আর এই প্লাগইনটি আপনাকে এই bruteforce attack থেকে আপনার সাইটকে রক্ষা করবে । এক্ষেত্রে ভুল পাসওয়ার্ড দিয়ে যখনই কোন ইউজার আপনার সাইটে লগইন করার চেষ্টা করবে তার আইপি অ্যাড্রেস ব্লক করে দিবে এই প্লাগইনটি ।

10: WP Table Builder 

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন চার্ট অথবা টেবিল আমরা অনেক পেইড প্লাগিনের মাধ্যমে করে থাকি । তবে এই প্লাগিনটির সাহায্য নিয়ে আপনি ফ্রিতেই বিভিন্ন টেবিল এবং চার্ট তৈরি করতে পারবেন যেগুলো পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করব ।

11: Google Analytics Dashboard

এই প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে থাকলে আপনাকে আলাদাভাবে প্রতিনিয়ত এনালাইটিক চেক করতে হবেনা । আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাউন্স রেট এগুলোর জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে থেকেই আপনি দেখতে পারবেন । আপনার ওয়েবসাইট কিরকম পারফরম্যান্স করছে তা চেক করার জন্য এটি অনেক ভালো প্লাগিন ।

12: Really simple SSL

বর্তমান সময়ে গুগল SSL ছাড়া কোন ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজের প্রথম পজিশনে নিয়ে আসে না । সুতরাং এসএসএল আপনার ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । আপনার ওয়েবসাইট এ SSL বসানোর পর Really simple SSL টি প্রতিটি পেজ এর SSL বসতে নিশ্চিত করে।

13: All in one schema.org Rich snippet

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে প্রোডাক্টের রিভিউ এবং রেটিং বসানো অনেক গুরুত্বপূর্ণ । যদি আপনি ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে সে ক্ষেত্রে প্রোডাক্টের এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এই প্লাগিনের মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন

14: Updraft plus

প্রতিনিয়ত আপডেট এর ফলে যেকোনো সময় ওয়ার্ডপ্রেস সাইট ব্রোকেন হয়ে যেতে পারে । এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনার ওয়েব সাইটের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন । পরবর্তীতে যে কোন সময় যে কোন ক্ষতি হলে আপনি ওয়েবসাইটে ব্যাকআপ ব্যবহার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন ।

15: Shared Counts

কোন পোস্ট বা আর্টিকেল এর জনপ্রিয়তা বোঝানোর জন্য এই প্লাগইনটি খুব ভালো কাজ করে । আপনার পোস্টটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কতবার শেয়ার হয়েছে এই প্লাগইনটি মাধ্যমে খুব সহজেই সেটা দেখা যায় । তবে আপনার যে থিম আপনি ব্যবহার করেন সেই থিম এর মধ্যে যদি সোশ্যাল শেয়ার বাটন থাকে সেক্ষেত্রে অতিরিক্তভাবে এই প্লাগইনটি ব্যবহার করার প্রয়োজন নেই ।

16: MailChimp

আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত যেই পরিমাণ ট্রাফিক আসছে তাদের কাছ থেকে ইমেইল কালেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর বর্তমান যুগে । সুতরাং আপনি ফ্রিতে ইমেইলগুলো কালেক্ট করতে পারবেন এই প্লাগিনটি ব্যবহার করে । সারা বিশ্বে লক্ষ লক্ষ ওয়েবমাষ্টার এই প্লাগইনটি মাধ্যমে ইমেইল কালেক্ট করছে । সেই কাংখিত ইমেইল গুলোর মধ্যে পরবর্তীতে প্রোডাক্ট রি-মার্কেটিং করছে ।

17: i2 Pros & Cons

অ্যামাজনের প্রোডাক্ট পেইজে পণ্যের গুণাবলী লেখার জন্য আমরা অনেকেই এইট টুলস ব্যবহার করি । কিন্তু আমরা অনেকেই জানিনা খুব সুন্দর ভাবে এই Pros & Cons অপশনগুলো ফ্রি টুলস এর মাধ্যমে করা যায় । অনেক রিসার্চ করে আপনাদের জন্য একটি প্লাগিন বের করেছি । যেটি ব্যবহার করে খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Pros & Cons ফিচারটি যুক্ত করতে পারবেন ।

গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ :

০১: EBL Aqua Prepaid MasterCard মাস্টার কার্ড কিভাবে পাবেন
০২: স্বাধীন মাষ্টারকার্ড কি ভাবে সহজে নেওয়া যায়
০৩: কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন
০৪: নিস সাইটের জন্য কিভাবে কীওয়ার্ড খুঁজে বের করবেন
০৫: KGR (Keyword Golden Ratio কি?
০৬: কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন

আজকের এই আর্টিকেলে মোট 16 টি প্লাগিন শেয়ার করলাম । আপনার ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ারের জন্য প্রত্যেকটাই খুবই প্রয়োজনীয় প্লাগিন ।

যদি এই আর্টিকেলটি আপনার কাছে মনে হয় কিছুটা হলেও আপনার জন্য উপকারিতা হবে তাহলে অবশ্যই অন্যদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভাল থাকুন সুস্থ থাকুন ।

Leave a Reply