অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । সুতরাং আপনি ব্লগিং এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্বে নির্দিষ্ট একটি জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে । সুতরাং আপনি ব্লগিং এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্বে ডোমেইন এন্ড হোস্টিং একটি ভালো মানের কোম্পানি থেকে নিতে হবে। যেমন: Namecheap, Bluehost, Hostgator ইত্যাদি
01: Domain (ডোমেইন) কি?
Table of Contents
তো প্রথমেই জেনে নেওয়া যাক ডোমেইন কি এবং এটা কি কাজে লাগে । নতুনরা অনেকেই জানে ডোমেইন মানে কি যারা জানেন না তাদের জন্য বলছি ডোমেইন ইংরেজি শব্দ যার অর্থ স্থান । আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে একটি স্থান বা ডোমেইন কিনতে হবে । আপনার অফিসে যেমন কেউ যখন আসতে চায় একটি নির্দিষ্ট ঠিকানা প্রয়োজন হয় । গুগলে আপনার ব্যবসা আপনার ওয়েব সাইটটি সম্পর্কে কেউ জানতে চাইলে তাকে আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনার ডোমেইন নেম লাগবে সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ।
একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানাকে ডোমেইন বলা হয়। যেখানে ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করে তথ্য সংগ্রহ করা যায়। যেমনঃ microsoft.com, facebook.com, google.com ইত্যাদি।
02: ডোমেইন এক্সটেনশন
ডোমেইন এক্সটেনশন। ডোমেইনের আরও এক্সটেনশন আছে, যেমনঃ .net, .org, .info, .ac সহ আরও অনেকগুলো। আরও বিস্তারিত দেখুন এখানে উইকিপিডিয়া | .com, .net, .org, .info ডোমেইনগুলোকে সংক্ষেপে বলা হয় TLD বা Top Level Domain, এই ডোমেইন গুলো কোনটাই ফ্রী না। আপনি যেটাই ক্রয় করুণ না কেনও এক্সটেনশন টাইপ, সময় এবং কোম্পানি ভেদে আপনাকে নূন্যতম ৭০০টাকা থেকে ১০০০টাকা ব্যয় করতে হবে। বিভিন্ন দেশে অনুযায়ী ক্যান্ট্রি স্পেসিফিক ডোমেইন আছে, যেমনঃ বাংলাদেশের জন্য .bd, ইংল্যান্ডের জন্য .uk ইত্যাদি।
অনেকে ফ্রি টপ-লেভেল ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার চক্করে পরে “.tk” “.gq,” “.tk,” “.cf,” “.ga,” “.ml,” — ইত্যাদি ডোমেইন গুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে, আপনি টেস্ট সাইট তৈরি করার জন্য এগুলোকে ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু বেশিরভাগ স্ক্যামিং, ফিশিং সাইট, স্প্যামিং এই এক্সটেনশন গুলোকে ইউজ করে করা হয়, তাই কখনোই এগুলোকে কমার্শিয়াল বা প্রোডাকশন সাইটে ব্যবহার করবেন না। সাথে “.men,” “.loan,” “.date,” “.click,” “.review” — ইত্যাদি ডোমেইন এক্সটেনশন গুলো থেকেও দূরে থাকা উচিৎ!
Domain Hosting Guideline For Affiliate Marketing
অনলাইনে আপনার বিজনেস শুরু করার পূর্বে অবশ্যই একটি ডোমেইন এবং একটি হোস্টিং আপনাকে নিতে হবে । সঠিক ডোমেইন এবং হোস্টিং নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার অনলাইনে ব্যবসা সম্প্রসারণের জন্য । আজকে আমরা কতিপয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি ডোমেইন হোস্টিং কেনার পূর্বে অবশ্যই দেখে নিবেন । ভালো মানের ডোমেইন এক্সটেনশন নির্বাচন করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুন ।
01. .com এক্সটেইনশ :
.com এক্সটেনশন সবচাইতে টপ লেভেল ডোমেইন এক্সটেনশন । আপনি আপনার ওয়েবসাইট এর যখন ডোমেইন কিনবেন তখন চেষ্টা করবেন আপনার ডোমেইনটি যেন .com এক্সটেনশনের হয় । শুরুর দিকে মানুষ .com, .net, .org ডোমেইন নেমের সাথে পরিচিত ছিলো। আপনি চাইলে নীশ স্পেসিফাই করেও এক্সটেইনশন নেয়া যায়। যেমন .pizza , .photographt, .travel .ninja ইত্যাদি।
Pro Tips: তবে একজন অনলাইন মার্কেটের হিসেবে আমি আপনাকে পরামর্শ দিব .com এক্সটেনশনের ডোমেইন নেওয়ার জন্য ।
02: সহজে টাইপ করা যায় এবং সহজ নাম
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সহজে মনে রাখা যায় অথবা সংক্ষিপ্ত ডোমেন নাম সিলেক্ট করুন যেমন (laptopgeek.com, Babystore.com) ইত্যাদি । সহজ এবং সংক্ষিপ্ত নাম সহজে মনে রাখা যায় এবং অরগানিক ভাবে ট্রাফিক পাওয়ার জন্য এই পদ্ধতিটি কাজ করে । একজন ভিজিটর যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটে আসে তখন সে আপনার ওয়েবসাইটের এড্রেস মনে রাখে পরবর্তীতে সে যেকোনো সময় আপনার ওয়েবসাইটের গুগল নাম লিখে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে । ব্যাক্তিগত ভাবে আমি সর্বোচ্চ ৮-১০ অক্ষর ডোমেইন নাম রাখতে পরামর্শ দিব। ভালো ডেমেন নামের আইডিয়া পেতে এখানে দেখতে পারেন
03. কীওয়ার্ড (EMD) Domain নেওয়া বিরত থাকুন
আপনি যে Niche বা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেই Niche এর কীওয়ার্ড যদি আপনি আপনার ডোমেইন এর ভিতর রাখেন তাহলে তাকে EMD (Exact Match Domain) ডোমেইন বলে । যেমন 🙁 bestlaptop.com ,laptopunderbudget.com ) Google EMD কে অতটা গুরুত্ব দেয়না আগের মত। এমনকি আপনার সাইটের কন্টেন্ট লো কোয়ালিটির হলে আপনাকে Google প্যানাল্টিও দিতে পারে। তবে আপনার কনটেন্ট কোয়ালিটি যদি ভাল হয় এবং আপনি যেই কীওয়ার্ড ফোকাস হয় । উন্নত মানের কনটেন্ট যদি দিতে পারেন তাহলে গুগল আপনার সাইটকে অথরিটি দিতে পারে ।
Pro tips: গুগলের অনেক বড় বড় অথরিটি সাইটগুলোতে জানা যায় গুগল partial match domains নেওয়ার জন্য নিরুৎসাহিত করে নি যদি কন্টাক্ট কোয়ালিটি ভালো হয় ।
04: ক্যারেক্টার, হাইপেন ব্যবহার না করা
আপনি যে ডোমেইন নিচ্ছেন আপনার ব্যবসা কিংবা সাইট তৈরি করার জন্য এক্ষেত্রে মনে রাখবেন কোন অবাঞ্চিত সিম্বল আপনার ডোমেইনের রাখবেন না । আপনার ভিজিটর আপনার ডোমেইন নাম লিখতে অসুবিধা হয় এমন ডোমেইন না নেওয়া ভালো । উদাহরন স্বরুপ বলা যায় (healthfitness.com /health-fitness.com) .
05: ডোমেইন নিয়ে বিস্তারিত জেনে নিন
আপনি যে ডোমেইনটি আপনার ব্যবসা বা ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন ঠিক করেছেন সে ডোমেইনটি সম্পর্কে পরিপূর্ণ ভাবে জেনে নিন । এই ডোমেইনটি ট্রেডমার্ক যুক্ত কিনা বা কপিরাইট এর কোন ইস্যু রয়েছে কিনা । যেমন আপনি ইউটিউব অথবা ফেসবুকের নামের মিল রেখে কোন ডোমেইন কিনতে পারবেন না । তাহলে আপনি আইনি জটিলতার সম্মুখীন হবেন কারণ এই নামগুলো ট্রেডমার্ক যুক্ত । Tools: (index: Domain name. website seo checker )
ওয়েবসাইট এসইও চেকার এর মাধ্যমে আপনার ডোমেইনটি যদি পুরনো ডোমেন হয় সে ক্ষেত্রে DA PA অথবা লিংক দেখতে পাবেন।
06: দ্রুত ডোমেইন কিনে ফেলা
যখনই আপনার কাংখিত ডোমেইন নামটি পেয়ে যাবেন সাথে সাথে সেটি কিনে ফেলুন কারণ পরবর্তীতে সেই ডোমেইন নাও পেতে পারেন । তাই দ্রুত সম্ভব আপনার ডোমেইন নামটি আজই রেজিস্ট্রেশন করে ফেলুন ।
07: ট্রেডমার্ক ডোমেইন
অনেকেই না জেনে অথবা ভুল করে ট্রেডমার্ক যুক্ত বিভিন্ন ডোমেইন কিনে ফেলে। হয়তোবা এক্সটেনশন তার পছন্দ মতো পায় না কিন্তু ডোমেইন নেমের ভিতরে যেই শব্দ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সেটি কোন কোম্পানির নাম । অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ডোমেইন কিনে অবশ্যই বিপদজনক এবং আপনি আইনি জটিলতার সম্মুখীন হয়ে সব হারাতে পারেন ।
08: সোশ্যাল ইউজারনেম
আপনি যখন কোন ডোমেইন নিয়ে আপনার কোন ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা হতে পারে আফিলিয়েট ওয়েবসাইট আবার সেটা ব্লগ সাইট হতে পারে । এখন প্রশ্ন হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অথবা কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে কিন্তু একই নামের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে । ডোমেইন নেম নিয়ে যখন ব্র্যান্ডিং তখন লক্ষ্য রাখুন সোশ্যাল ইউজারনেম গুলো এভেলেবেল রয়েছে কিনা । সোশ্যাল ইউজারনেম চেক করার জন্য এই ওয়েব সাইটটি ভিজিট করুন ।
09: WHO IS ডাটা চেক করুন
পুরানো এক্সপায়ার ডোমেইনগুলো রেগুলার দামে পাওয়া যায় এক্ষেত্রে হুইচ ডাটা চেক করা খুবই জরুরী । আপনি whois ডাটা এগুলো জানতে পারলে ডোমেইন পূর্বের অবস্থা সম্পর্কে সচেতন হতে পারবেন । ওয়েবসাইটের মাধ্যমে কোন ডোমেইনের Whois DATA চেক করে নিন |
10: ডোমেইন আর্কাইভ
কোন ডোমেইন পূর্বে কোন ব্যক্তি ব্যবহার করেছে কিনা সেটা চেক করার জন্য আর্কাইভে চেক করা খুবই জরুরী । এক্ষেত্রে পূর্বে ডোমেইনটির অবস্থা সম্পর্কে আপনি জানতে পারবেন । ওয়েব আর্কাইভ চেক করার সময় ভিপিএন ব্যবহার করুন বাংলাদেশ থেকেই এই ওয়েবসাইটটি ব্লক করা রয়েছে ।
নেমচিপ এর সেরা অফার সমূহ :
01: Save up to 62% on Namecheap Shared Hosting!
02: Your fast and secure VPN with 100% off!
03: Up to 99% off selected domains!
04: Just $0.99! Get a popular domain today!
হোস্টিং কি? What is Hosting
সাধারণত হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি ইন্টারনেটে রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা । আমরা যখন কোন ওয়েবসাইট এর ভিতরে ইমেজ, ভিডিও, অডিও ,টেক্সট ফাইল ,পিডিএফ, ইত্যাদি সংরক্ষণ করি বা আপলোড করি তখন হোস্টিং এর ভিতর এগুলো গিয়ে আপলোড হয় । সারা বিশ্বের সকল মানুষ এই ফাইলগুলো দেখতে পায় সুতরাং ওয়েবসাইট বানানোর জন্য হোস্টিং অবশ্যই প্রয়োজন রয়েছে ।
হোস্টিং কত প্রকার ও কি?
সাধারণত হোষ্টিং চার ধরনের হয়ে থাকে যেমন :
০১: শেয়ারড হোস্টিং
০২: রিসেলার হোস্টিং
০৩: ভিপিএস হোস্টিং
০৪: ডেডিকেটেড হোস্টিং
০১: শেয়ারড হোস্টিং
আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি ছোট সাইজের হয়ে থাকে যেখানে প্রতি মাসে 40 থেকে 50 হাজার অথবা 1 লক্ষ ভিজিটর আসতে পারে তাহলে আপনি শেয়ার হোস্টিং ব্যবহার করবেন । সচরাচর ব্যবহার করা হয় 500 এমবি থেকে শুরু করে 10 জিবি পর্যন্ত শেয়ার হোস্টিং ইউজ করা হয় । এর বেশি দরকার হলে অবশ্যই আপনাকে আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানির সাথে কথা বলে আপডেট করে নিতে পারবেন ।
০২: রিসেলার হোস্টিং
বর্তমানে আমাদের দেশেও অনেক কোম্পানি হোস্টিং বিক্রি করে থাকে এই ধরনের কোম্পানি মূলত রিসেলার হোস্টিং ব্যবহার করে থাকে । এক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো থেকে 10 থেকে 50 জিবি বা তারও বেশি রিসেলার হোস্টিং কিনে নেয় এবং অন্যের কাছে বিক্রি করে । শেয়ার হোস্টিং থেকে রিসেলার হোস্টিং এর সুবিধা কিছু বেশি পাওয়া যায় তবে শুধুমাত্র যারা অনলাইনে বিজনেস করবে তাদের জন্যই এই রিসেলার হোস্টিং ।
০৩: ভিপিএস হোস্টিং
বিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এটি ব্যবসা এবং ব্যক্তিগত ধরনের কাজের জন্য ব্যবহার করা যায় । একই সাথে শেয়ার এবং রিসেলার হোস্টিং প্যাকেজ তৈরি করতে পারা যায় । শেয়ার হোস্টিং এর মাধ্যমে একসাথে অনেকগুলো সাইট চলতে থাকে । আপনার ওয়েবসাইটের স্পিড কমে যায় । বিপিএস হোস্টিং আপনার সাইট দ্রুত গতিতে লোড হবে এবং অনেক বেশি ভিজিটর আপনার সাইট ধারণ করার ক্ষমতা রাখবে । তুলনামূলকভাবে শেয়ার থেকে অনেক বেশি টাকা দিতে হবে । আপনাকে ইউজ করতে হলে যাদের বিজনেস স্টাডি ভালো তারা বিপিএস হোস্টিং ইউজ করে । বিপিএস হোস্টিং পিসি কনফিগারেশন অনুযায়ী হয়ে থাকে এবং এটা প্রতিমাসে আনুমানিক 50 থেকে 200 ডলার পর্যন্ত দাম হয়ে থাকে ।
০৪: ডেডিকেটেড হোস্টিং
ডেডিকেটেড সার্ভার অনেকটা সিমিলারলি বিপিএস হোস্টিং সাভারের মত । ভিপিএস হোস্টিং এর মত বড় কনফিগারেশনের হয়ে থাকে । ডেডিকেটেড সার্ভার ৫০০জিবি থেকে ৫ টিবি পর্যন্ত হয়ে থাকে। এই সার্ভারে আপনি যেকোন ধরনের হোস্টিং প্যাকেজ তৈরি করতে । পারবেন বড় বড় কোম্পানিরা একসাথে একাধিক ওয়েবসাইট চালানোর জন্য ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করে থাকে আনুমানিক মূল্য প্রতিমাসে 150 ডলার থেকে শুরু করে 300 ডলার পর্যন্ত হয়ে থাকে ।
হোস্টিং কেনার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন
- হোস্টিং কেনার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন |
- হোস্টিং কোম্পানির কাস্টমার সাপোর্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন |
- স্পেস এবং ব্যান্ডউইথ খুবই গুরুত্বপূর্ণ যত বেশি হবে তত আপনার ওয়েবসাইটের স্পিড ভালো হবে |
- ডাটা সেন্টার অনেক গুরুত্বপূর্ণ যেই কান্ট্রি টার্গেটেড আপনার ওয়েবসাইট হবে চেষ্টা করুন তার কাছাকাছি ডাটা সেন্টার হোস্টিং কিনুন ।
- শেয়ার হোস্টিংয়ের প্রাইস কম থাকে কিন্তু অনেক ওয়েবসাইট এই হোস্টিংয়ের অন্তর্ভুক্ত থাকে যার জন্য সাইটের স্প্রিট ভালো থাকে না ।
- ডেডিকেটেড সেটিং টা তুলনামূলক দাম এবং সার্ভিসের দিক থেকে ভালো ।
- ক্লাউড এবং ভিপিএস হোস্টিং অনেক ভালো কিন্তু সেটআপ করা ঝামেলা রয়েছে সার্ভার বিষয়ক ব্যপারগুলো আপনি না বুঝলে এগুলোতে না যাওয়াই ভালো ।
আমার পছন্দের কিছু রিকমেন্ডেড হোস্টিং কোম্পানি
01: Bluehost
02: Hostgator
03: Namecheap
কোন জায়গা থেকে ডোমেইন হোস্টিং কিনবেন
আপনি ইন্টারন্যাশনাল যেকোন মার্কেটপ্লেস থেকে কিনতে পারেন তবে আমি আপনাকে Bluehost এবং HostGator.com এবং Namecheap এই তিনটি হোস্টিং প্রোভাইডার কে রে কমেন্ট করছি । বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হোস্টিং কোম্পানির নাম হচ্ছে Exonhost আপনি বিকাশ মাধ্যমে তাদের কাছ থেকে হোস্টিং নিতে পারবেন ।